31 C
Dhaka
Thursday, April 25, 2024

গণতান্ত্রিক শিক্ষক ফোরামের উদ্যোগে বঙ্গবন্ধু ও বাংলাদেশ শীর্ষক আলোচনা সভা

চাকুরির খবর

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদাতবার্ষিকীতে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় গণতান্ত্রিক শিক্ষক ফোরাম সভাপতি প্রফেসর ড. এম এ এম ইয়াহিয়া খন্দকার এর সভাপতিত্বে ২৪ আগস্ট বিকাল ৪ ঘটিকায় বিশ্ববিদ্যালয় অডিটোরিয়ামে বঙ্গবন্ধু ও বাংলাদেশ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক একেএম আফজালুর রহমান বাবু।

তিনি বলেন জিয়াউর রহমান দেশে হত্যা ক্যু ষড়যন্ত্রের রাজনীতির সূচনা করেছে! বঙ্গবন্ধুকে স্বপরিবারে হত্যা করে পিছনের দরজা দিয়ে ক্ষমতা দখল করেছে! ইনডেমনিটি অধ্যাদেশ জারী করে বিচারের পথ বন্ধ করেছে! খুনিদের বিভিন্ন দূতাবাসে চাকুরী দিয়ে পুনর্বাসন করেছে!
খুনী জিয়ার মরনোত্তর বিচার দাবী করে তিনি বলেন খালেদাজিয়া স্বাধীনতা বিরোধীদের এমপি মন্ত্রী বানিয়ে তাদের গাড়ীতে রক্তে ভেজা লাল সবুজের পতাকা তুলে দিয়ে পাকিস্তানি কায়দায় দেশ শাসন করেছে! জঙ্গিবাদের উত্থান ঘটিয়েছে! সীমাহীন দূর্নীতি ও লুটপাটের রামরাজত্ব কায়েম করেছে! তারেক জিয়া দেশে আসতে ভয় পায় কারণ সে জানে, সে২১শে আগস্টের গ্রেনেড হামলায় সরাসরি জড়িত! বিদেশে পালিয়ে থাকায় তার রায় কার্যকর করা যাচ্ছে না!


বিশেষ অতিথি হিসেবে আলোচনা করেন মোঃ আহকাম উল্লাহ, সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত), সম্মিলিত সাংস্কৃতিক জোট ও সাধারণ সম্পাদক, বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদ।
মুখ্য আলোচক হিসেবে আলোচনায় অংশ নেন প্রফেসর ড. মোঃ মনজুরুল আলম সম্মানিত সদস্য, উপদেষ্টা পরিষদ, গণতান্ত্রিক শিক্ষক ফোরাম। স্বাগত বক্তব্য রাখেন আয়োজক কমিটির আহবায়ক প্রফেসর ড. মোঃ এমদাদুল হক চৌধুরী। আরও বক্তব্য রাখেন ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ আলী আকন্দ, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক রেজাউল হাসান বাবু, জেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি নাজমুল হক মন্ডল, মহানগর স্বেচ্ছাসেবক লীগ সভাপতি আবদুল আউয়াল মিন্টু সহ নেতৃবৃন্দ।
উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক তানজির আহমেদ রাজীব, মহানগরের সাধারণ সম্পাদক আজিজুর রহমান ইমন, যুবলীগ নেতা শাহরিয়ার রাহাত খান সহ স্বেচ্ছাসেবক লীগ, আমরা ক’জন মুজিব সেনার ময়মনসিংহ জেলার সাঃ সম্পাদক নুরে নবি শিপলু , আমরা ক’জন মুজিব সেনা ময়মনসিংহ মহানগর শাখার আহ্বায়ক মাহবুবুল ইসলাম , যুগ্ন আহবায়ক সোহেল ইসলাম , রিয়ান , শামিল , অনিক, যুবলীগ, ছাত্রলীগের বিপুল সংখ্যক নেতাকর্মী। অনুষ্ঠানের সঞ্চালনা করেন গণতান্ত্রিক শিক্ষক ফোরাম নেতা ডঃ পূর্বা।
এর আগে বিকাল সাড়ে ৩ টায় মহানগর স্বেচ্ছাসেবক লীগ আয়োজিত আলোচনা সভায় বক্তব্য শেষে কৃষি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করে আলোচনা সভায় অংশ নেন স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু।

- Advertisement -

আরও সাম্প্রতিক খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর