36 C
Dhaka
Thursday, April 25, 2024

ই-অরেঞ্জের বিরুদ্ধে প্রতারণার অভিযোগে মামলা

বিডিনিউজ ডেস্ক | ঢাকা | ১৮ই আগস্ট, ২০২১ খ্রিস্টাব্দ, বুধবার, ৩রা ভাদ্র, ১৪২৮ বঙ্গাব্দ , শরৎকাল, ১০ই মহর্‌রম, ১৪৪৩ হিজরি

চাকুরির খবর

পণ্যের নগদ টাকা পরিশোধের পরেও মাসের পর মাস পণ্য না পাওয়ায় ই-কমার্স প্রতিষ্ঠান ই-অরেঞ্জের বিরুদ্ধে প্রতারণার মামলা দায়ের করা হয়েছে। শুধু তাই নয় প্রতিষ্ঠানটির বিরুদ্ধে নোটিশ দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়।

মঙ্গলবার (১৭ আগস্ট) বাণিজ্য মন্ত্রণালয়ের কেন্দ্রীয় ডিজিটাল কমার্স সেল থেকে এ নোটিশ দেওয়া হয়। এ দিন সকালে রাজধানীর গুলশান থানায় এক ভুক্তভোগী বাদী হয়ে মামলাটিও দায়ের করেন।

গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান জানান, ই-অরেঞ্জের বিরুদ্ধে প্রতারণার অভিযোগে একটি মামলা দায়ের করা হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা প্রক্রিয়াধীন।

তিনি বলেন, মো. তাহেরুল ইসলাম নামে এক ভুক্তভোগী বাদী হয়ে ই-অরেঞ্জের বিরুদ্ধে মামলা করেন। মামলা নম্বর-১৪। মামলায় তিনি ই-অরেঞ্জের ৫ কর্মকর্তাসহ সব মালিককে আসামি করেছেন। এছাড়াও ১১০০ কোটি টাকা প্রতারণামূলকভাবে আত্মসাতের কথাও উল্লেখ করেন মামলায়।

এদিকে বাণিজ্য মন্ত্রনালয়ের ঐ নোটিশে আগামী সাত দিনের মধ্যে ই–অরেঞ্জকে সম্পদের হিসাব দিতে বলা হয়েছে। এতে, গত ৩১ জুলাই পর্যন্ত সম্পদ, দায় ও চলতি মূলধনের পরিমাণ কত, তা জানাতে হবে।

সরবরাহকারীদের কাছে বকেয়া থাকলে তার পরিমাণ কত, তা–ও জানাতে হবে। একই সময় পর্যন্ত টাকা নিয়েও পণ্য দেওয়া হয়নি, এমন গ্রাহক কত এবং গ্রাহকের কাছ থেকে কী পরিমাণ অর্থ নেওয়া হয়েছে, তার পরিমাণ জানাতে হবে।

নোটিশে ই–অরেঞ্জের স্বত্বাধিকারী হিসেবে সোনিয়া মেহজাবিন ও বিথি আকতারকে উল্লেখ করা হয়েছে।

- Advertisement -

আরও সাম্প্রতিক খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর