31 C
Dhaka
Wednesday, April 24, 2024

অলিম্পিকে অংশগ্রহণের জন্য খেলোয়াড়দের তৈরি করতে হবে

চাকুরির খবর

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আগামীতে অলিম্পিক গেমস বিশ্বের যেখানেই হবে বাংলাদেশের পক্ষ থেকে যেন সেখানে অংশগ্রহণ করতে পারি সে জন্য নিজেদের খেলোয়াড়দের উপযুক্ত করে গড়ে তুলতে হবে।  এ জন্য আমরা আন্তর্জাতিক মানের ট্রেনিংয়ের ব্যবস্থাও করবো। 

বৃহস্পতিবার (১ এপ্রিল) রাজধানীর বঙ্গবন্ধু স্টেডিয়ামে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন আয়োজিত বঙ্গবন্ধু নবম বাংলাদেশ গেমস-২০২০ উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।

সরকারি বাসভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে প্রধানমন্ত্রী বলেন, যে মাটিতে বঙ্গবন্ধু জন্মগ্রহণ করেছিলেন এবং যে মাটিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঘুমিয়ে আছেন সেখান থেকেই বঙ্গবন্ধু নবম বাংলাদেশ গেমসের মশাল প্রজ্জ্বলিত করে ঢাকায় আনা হয়। সেজন্য আমি সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।

শেখ হাসিনা বলেন, যে কোনো দেশকে উন্নত হতে হলে সব দিকেই উন্নতি করা দরকার। আমাদের শিশু থেকে শুরু করে যুবক, তরুণ সবার জন্য খেলাধুলা একান্তভাবে অপরিহার্য।

খেলাধুলার প্রতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সবসময় আন্তরিকতা ছিল। তিনি সবসময় উৎসাহিত করতেন। তিনি নিজে খেলতেন, আমার দাদাও খেলতেন। আমার ভাইয়েরাও খেলতেন। 

প্রধানমন্ত্রী বলেন, সব ধরনের খেলাধুলার দিকে আমরা নজর দিয়েছি। এমনকি দেশীয় যে খেলাগুলো সেগুলোকেও আমরা বাদ দেইনি। আমরা সারাদেশের প্রত্যেকটা উপজেলায় একটা করে স্টেডিয়াম বা খেলার মাঠ করে দিয়েছি।

এসব মাঠে সব ধরনের খেলা যেন হতে পারে তার জন্য আমরা যথাযথ ব্যবস্থা নিচ্ছি এবং ট্রেনিংয়ের ব্যবস্থা করেছি। 

অনুষ্ঠানে গণভবন প্রান্তে উপস্থিত ছিলেন সেনাবাহিনীর প্রধান মেজর জেনারেল আজিজ আহমেদ, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মূখ্য সচিব ড. আহমেদ কায়কাউস, প্রেস সচিব ইহসানুল করিম। এছাড়া স্টেডিয়াম প্রান্তে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল। 

- Advertisement -

আরও সাম্প্রতিক খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর