...
Friday, November 29, 2024

পাওলির ওয়েব সিরিজ ‘দ্য গ্রেট ইন্ডিয়ান মার্ডার’

চাকুরির খবর

পাওলির ওয়েব সিরিজ ‘দ্য গ্রেট ইন্ডিয়ান মার্ডার’

আবারও ওয়েব সিরিজে পাওলি দাম। ‘দ্য গ্রেট ইন্ডিয়ান মার্ডার’ ওয়েব সিরিজে দেখা যাবে তাকে।  

সেখানে একটি খুন। ৬ জন সন্দেহভাজন। তাদের সবারই যথেষ্ট মোটিভ রয়েছে খুনটা করার। কিন্তু খুনটা শেষ পর্যন্ত করেছে কে? টানটান মার্ডার মিস্ট্রি থ্রিলার নিয়ে ওটিটিতে ফিরছেন পরিচালক তিগমাংশু ধুলিয়া।

৪ ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলেছে নতুন ওয়েব সিরিজ ‘দ্য গ্রেট ইন্ডিয়ান মার্ডার’।সদ্যই মুক্তি পেয়েছে সিরিজের জমজমাট ট্রেলার।

সিরিজে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন আশুতোষ রাণা,ইমাদ শাহ,প্রতীক গান্ধী,রিচা চাড্ডা এবং রঘুবীর যাদব।পাশাপাশি দেখা যাবে পাওলি দাম,শারিব হাশমি ছাড়াও আরও একঝাঁক তারকা।

বিকাশ স্বরুপের লেখা সিক্স সাসপেক্ট বই থেকে অনুপ্রাণিত হয়েই এই থ্রিলার সিরিজ তৈরি করেছেন পরিচালক তিগমাংশু ধুলিয়া।নতুন বছরের শুরু থেকেই ওটিটিতে মুক্তি পেয়েছে একের পর এক থ্রিলার ওয়েব সিরিজ।

তবে মাল্টিস্টারার সিরিজ ‘দ্য গ্রেট ইন্ডিয়ান মার্ডার’  নিয়ে দর্শকদের যে রীতিমতো আগ্রহ থাকবে সেটা ট্রেলারেই স্পষ্ট।

সোমবারই একটি ভিডিও ছড়িয়ে পড়েছিল পাওলির। সেখানে তাঁকে কাঁদতে কাঁদতে জনৈকি ভিকির কারাবাসের প্রার্থনা করতে দেখা গিয়েছিল। মহিলাদের সঙ্গে কেমন আচরণ করতে হয় সেটাই জানে না ভিকি। সেই সময়ই জল্পনা শুরু হয়েছিল কার কথা বলছেন অভিনেত্রী। অবশেষে মঙ্গলবার পরিষ্কার হয়ে গেল, এটা ওয়েব সিরিজটিরই প্রমোশনের অংশ।

ট্রেলার থেকে স্পষ্ট, ভিকি রাইকে ঘিরেই চক্কর কাটবে গল্প। ৩২ বছরের ভিকি ছত্তিশগড়ের স্বরাষ্ট্রমন্ত্রী জগন্নাথ রাইয়ের ছেলে। কোনও এক হোমের দু’টি মেয়েকে ধর্ষণের মামলা থেকে মুক্তি পাওয়ার আনন্দে সে পার্টি দিয়েছে। শেষ পর্য‌ন্ত সেখানেই খুন হতে হয় তাকে।

ভিকি হত্যারহস্যের তদন্ত করার ভার পড়ে ডিসিপি সুধা ভরদ্বাজ ও সিবিআই অফিসার সুরয যাদবের উপরে। এই দুই চরিত্রেই রয়েছে রিচা ও প্রতীক। ভিকির বাবা জাঁদরেল রাজনীতিবিদের ভূমিকায় আশুতোষ রানা। ছেলের মৃত্যুর পরেও যেনতেন প্রকারেণ যে চরিত্রটি ভোটে জিততে মরিয়া। নিজেকে ‘গান্ধী’ সাজিয়ে রাখা এক কৌতূহলপ্রদ চরিত্রে রয়েছেন রঘুবীর যাদব।

পাওলির চরিত্রটি সেই হতভাগ্য মেয়েদের একজন, যাদের নিজের ‘ব্যবহারের সামগ্রী’ বলে মনে করে ভিকি। নারীলোলুপ ভিকির মৃত্যু যে অনেককেই খুশি করবে একথা ট্রেলারেই উচ্চারিত হয়। অর্থাৎ অনেকেই হয়তো মনে মনে মৃত্যুকামনা করে ভিকির। কিন্তু তাদের মধ্যে শেষ পর্যন্ত কে খুন করেছে ভিকিকে? উত্তর মিলবে পরের মাসের গোড়ায়। আপাতত ট্রেলার ঘিরে জাগছে নানা প্রশ্ন ও অনুমান।

সিরিজটি কেবল হিন্দি নয়, দেখা যাবে মারাঠি, বাংলা, তামিল, তেলুগু, কন্নড়, মালায়লম ভাষাতেও।

- Advertisement -

আরও সাম্প্রতিক খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর

Seraphinite AcceleratorOptimized by Seraphinite Accelerator
Turns on site high speed to be attractive for people and search engines.