বিডিনিউজ ডট গ্লোবাল ডেস্ক:
নজরুল বিশ্ববিদ্যালয়-এ বিদ্রোহী কবিতার শতবর্ষ উদ্যাপন
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব নজরুল স্টাডিজ জাতীয় কবির বিদ্রোহী কবিতার শতবর্ষ উদ্যাপন করেছে।
২৯ ডিসেম্বর ২০২১ খ্রি. বুধবার বেলা ১২টায় চলমান মুজিব বর্ষ ও বাংলাদেশের সুবর্ণজয়ন্তী উপলক্ষে মাসব্যাপী অনুষ্ঠানমালার অংশ হিসেবে বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স কক্ষে ‘বিদ্রোহী’ কবিতার শতবর্ষ, বঙ্গবন্ধু ও নজরুল শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক মো. জালাল উদ্দিন এর সভাপতিত্বে এবং নজরুল ইনস্টিটিউটের অতিরিক্ত পরিচালক রাশেদুল আনামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়টির উপাচার্য অধ্যাপক ড. সৌমিত্র শেখর।
উপাচার্য অধ্যাপক ড. সৌমিত্র শেখর বলেন, বাঙালির সাহসহীনতার মুক্তি দিয়েছেন নজরুল ইসলাম। কবিতার মধ্যে কোনো সাম্প্রদায়িকতা নেই। তার প্রমাণ রবীন্দ্রনাথ ঠাকুর এবং কবি নজরুল দিয়ে গেছেন। অসাম্প্রদায়িকতার যে চর্চা বঙ্গবন্ধু এবং নজরুলের, সেই আদর্শের পরম্পরা আমরা ধারণ করছি। আর সেভাবেই আমরা চলছি। বিদ্রোহী কবিতাজুড়ে মুক্তির কথা বলা হয়েছে। সেই সঙ্গে রয়েছে মুক্তির কথা। পরাধীনতা থেকে মুক্তির কথাও রয়েছে এই কবিতায়। শিরদাঁড়া উঁচু রাখার আহ্বানও আছে বিদ্রোহী কবিতায়।
এ ছাড়া অন্যদের মধ্যে বক্তব্য রাখেন কলা অনুষদ ডিন অধ্যাপক ড. আহমেদুল বারী, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম, বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক ড. মো. সাহাবউদ্দিন বাদল, পরিচালক (ছাত্র পরামর্শ ও নির্দেশনা) জনাব তপন কুমার সরকার প্রমুখ।
বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত চারজন শিক্ষার্থীর বিদ্রোহী কবিতা আবৃত্তির মধ্য দিয়ে শতবর্ষে বিদ্রোহী কবিতা উদ্যাপন অনুষ্ঠান শেষ করে বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব নজরুল স্টাডিজ ।
উক্ত অনুষ্ঠান শেষে উপাচার্যেকে সম্মাননা স্মারক দেয়া হয়। উপাচার্যের হাতে সম্মাননা স্মারক তুলে দেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক মো. জালাল উদ্দিন।