...
Wednesday, January 1, 2025

জার্মানিতে ২৪ ঘণ্টায় নতুন করে করোনায় আক্রান্তের সংখ্যা এক লাখ ছাড়িয়েছে

চাকুরির খবর

জার্মানিতে ২৪ ঘণ্টায় নতুন করে করোনায় আক্রান্তের সংখ্যা এক লাখ ছাড়িয়েছে

জার্মানিতে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা ভাইরাস সনাক্তের সংখ্যা এক লাখ ছাড়িয়ে গেছে। বুধবার দেশটির জনস্বাস্থ্য সংস্থার প্রকাশ করা উপাত্ত থেকে এ তথ্য জানা যায়। খবর এএফপি’র।

রবার্ট কোচ ইনস্টিটিউট জানায়, ইউরোপের বৃহত্তম অর্থনীতির দেশ জার্মানিতে গত ২৪ ঘণ্টায় নতুন করে এক লাখ ১২ হাজার ৩২৩ জন আক্রান্ত ও  ২৩৯ জনের মৃত্যু হয়েছে।
সংস্থাটি আরো জানায়, এখানে নতুন করে প্রতি লাখে আক্রান্তের হার ৫৮৪.৪ জনে পৌঁছেছে।

এমন পরিস্থিতিতে জার্মানি করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার লাগাম টেনে ধরতে আবারো বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। এসব পদক্ষেপের আওতায় যারা বুস্টার ডোজ গ্রহণ করেছে বা যারা ফুল ডোজ টিকা নিয়েছে বা করোনা ভাইরাসের সংক্রমণ থেকে সুস্থ হয়ে উঠেছে কেবলমাত্র সীমিত পরিসরে তাদেরই বিভিন্ন বার ও রেস্তোরাঁয় প্রবেশের সুযোগ রাখা হয়েছে।
এছাড়া ১০ জনের বেশি মানুষ একত্রিত হওয়ার ক্ষেত্রেও বিধিনিষেধ আরোপ করা হয়েছে।

সাম্প্রতিক সময়ে জার্মানিতে করোনা ভাইরাসে আক্রান্তের হার অনেক বৃদ্ধি পেতে দেখা যাচ্ছে। এদের অধিকাংশ অমিক্রন ভ্যারিয়েন্টে আক্রান্ত হয়েছে।

বাসস

- Advertisement -

আরও সাম্প্রতিক খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর

Seraphinite AcceleratorOptimized by Seraphinite Accelerator
Turns on site high speed to be attractive for people and search engines.