...
Friday, November 1, 2024

অংশীদারদের সাথে আফগাান সংকট নিয়ে আলোচনা করবেন ব্লিংকেন

অংশীদারদের সাথে আফগাান সংকট নিয়ে আলোচনা করবেন ব্লিংকেন

মার্কিন পররাষ্ট্র মন্ত্রী এন্টনি ব্লিংকেন বুধবার জার্মানীতে আফগানিস্তান সংকট নিয়ে আলোচনায় বসবেন।কাতার সফর শেষে তিনি জার্মানীতে গেছেন। সেখানে তিনি জার্মান পররাষ্ট্র মন্ত্রী হেইকো মাসের সাথে সাক্ষাত করবেন। এরপর উভয়ে আফগানিস্তান বিষয়ে ২০ জাতির ভার্চুয়াল বৈঠকে নেতৃত্ব দেবেন।

মনে করা হচ্ছে আফগানরা যাতে স্বাধীনমতো তাদের জীবনধারা বেছে নিতে পারে সে জন্য অঙ্গীকার পালনে তালেবানদের ওপর চাপ তৈরির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র।
এছাড়া মঙ্গলবার তালেবান ঘোষিত কেয়ারটেকার সরকারের সাথে সম্পর্ক কি হবে তা নিয়েও ব্লিংকেন আলোচনা করবেন।

নতুন সরকারে কোন নারী কিংবা তালেবানের সদস্য ছাড়া অন্য কেউই নেই। এমনকি যুক্তরাষ্ট্রের মোস্ট ওয়ান্ডেট ব্যক্তিকে স্বরাষ্ট্র মন্ত্রী বানানো হয়েছে।

এ প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্র বলেছে, নতুন সরকার নিয়ে তাদের উদ্বেগ রয়েছে। তবে তারা সরকারের কর্মকান্ড দিয়ে তাদের বিচার করবে।

এদিকে আফগানিস্তান থেকে বিশৃঙ্খলভাবে সৈন্য প্রত্যাহার নিয়ে ঘনিষ্ঠ কিছু মার্কিন মিত্র যুক্তরাষ্ট্রের সমালোচনা করলেও ব্লিংকেন বলেছেন, আফগানিস্তানে অর্থনৈতিক সুবিধা অব্যাহত রাখতে আমেরিকা তার মিত্রদের সাথে কাজ চালিয়ে যাবে।

যুক্তরাষ্ট্রের নেতৃত্বে বিদেশী দাতা দেশগুলো ২০১৯ সালে বিশ্বের অন্যতম দরিদ্র দেশ আফগানিস্তানকে তার সরকারি ব্যয়ের ৭৫ শতাংশ সরবরাহ করেছে।
পশ্চিমা সমর্থিত সরকারের পতনের পর দেশটি আবারো তীব্র অর্থনৈতিক সংকটের সম্মুখীন।

বাসস

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Seraphinite AcceleratorOptimized by Seraphinite Accelerator
Turns on site high speed to be attractive for people and search engines.