24 C
Dhaka
Monday, April 21, 2025

৫০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার, সাভারের হেমায়েতপুরে ডিবি পুলিশের অভিযান

চাকুরির খবর

ঢাকা: ঢাকা জেলার ডিবি উত্তর পুলিশের একটি বিশেষ অভিযানে ৫০০ গ্রাম গাঁজাসহ দুইজন মাদক ব্যবসায়ী গ্রেফতার হয়েছে। ঢাকা জেলার পুলিশ সুপার মোঃ আনিসুজ্জামান মহোদয়ের নির্দেশনায় এ অভিযান পরিচালিত হয়।

ডিবি উত্তর এর অফিসার ইনচার্জ মোঃ জালাল উদ্দিন-এর নেতৃত্বে এসআই মোঃ মামুনুর রশিদ ও তার টিম গতকাল রাত সাড়ে ১১টায় সাভার মডেল থানার হেমায়েতপুর ঋষিপাড়া এলাকা থেকে দুইজনকে আটক করেন।

গ্রেফতারকৃত আসামিরা হলেন, নির্মল চন্দ্র দাশ (৪৮), পিতা মৃত নারায়ণ চন্দ্র দাশ, প্রবেশ চন্দ্র দাশ (৪০), পিতা: মৃত অমৃত চন্দ্র দাশ।

পুলিশ সূত্রে জানা যায়, অভিযানের সময় আসামীদের কাছ থেকে ৫০০ গ্রাম গাঁজা জব্দ করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে আইনি প্রক্রিয়া চলছে।

ডিবি উত্তর এর অফিসার ইনচার্জ মোঃ জালাল উদ্দিন বলেন, “মাদকবিরোধী অভিযান জোরদার করা হয়েছে। যারা মাদক ব্যবসার সঙ্গে জড়িত, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

ঢাকা জেলার পুলিশ সুপার মোঃ আনিসুজ্জামান মহোদয় বলেন, “মাদকমুক্ত সমাজ গঠনে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। যে কোনো তথ্য পেলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।”

- Advertisement -

আরও সাম্প্রতিক খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর