24 C
Dhaka
Monday, April 21, 2025

বরিশাল জেলা পুলিশের বিভাগীয় ভান্ডারের বার্ষিক পরিদর্শন

চাকুরির খবর

বরিশাল: ডিআইজি (অডিট অ্যান্ড ইন্সপেকশন), বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকা জনাব মোহাম্মদ আব্দুল্লাহীল বাকী (বিপিএম-সেবা) বরিশাল জেলা পুলিশের বিভাগীয় ভান্ডারের বার্ষিক পরিদর্শন উপলক্ষে ঐতিহ্যবাহী বরিশাল জেলায় আসেন। আজ সকালে আগমন উপলক্ষে জনাব মোঃ শরিফ উদ্দীন, পুলিশ সুপার ফুলেল শুভেচ্ছা জানান।

এ সময় উপস্থিত ছিলেন রেজওয়ান আহমেদ (পিপিএম), অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), মোঃ শাহিদুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি), সহ জেলা পুলিশের অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

পরিদর্শনকালে ডিআইজি বিভাগীয় ভান্ডারের সার্বিক ব্যবস্থাপনা, জবাবদিহিতা ও উন্নয়নমূলক কার্যক্রম পর্যালোচনা করেন। এ সময় তিনি বরিশাল জেলা পুলিশের প্রশংসনীয় কাজের ভূয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যতে আরও দক্ষতা ও স্বচ্ছতার সাথে দায়িত্ব পালনের জন্য নির্দেশনা প্রদান করেন।

উল্লেখ্য, বার্ষিক এই পরিদর্শন পুলিশ বিভাগের আভ্যন্তরীণ তদারকি ও গুণগত মানোন্নয়নের একটি গুরুত্বপূর্ণ প্রক্রিয়া, যা জনগণের সেবা নিশ্চিত করতে সহায়তা করে।

- Advertisement -

আরও সাম্প্রতিক খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর