পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে যাত্রীদের ন্যায্য ভাড়া নিশ্চিত করতে ময়মনসিংহ জেলা প্রশাসনের বিশেষ অভিযান চলছে। অসাধু পরিবহন মালিক ও চালকদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার নির্দেশনা দিয়েছেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মুফিদুল আলম। তার তত্ত্বাবধানে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটদের নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনা করে জেলা প্রশাসন।
গতকাল ময়মনসিংহ সিটি কর্পোরেশন এলাকা, তারাকান্দা ও গৌরীপুরসহ বিভিন্ন স্থানে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযানে সড়ক পরিবহন আইন ২০১৮ লঙ্ঘনের অভিযোগে অতিরিক্ত ভাড়া আদায়কারী এবং ভাড়ার চার্ট প্রদর্শনে ব্যর্থ পরিবহন মালিকদের বিরুদ্ধে মামলা দায়ের ও জরিমানা করা হয়। এছাড়া, ট্রাকে অবৈধভাবে যাত্রী পরিবহনের ঘটনায় বাধা দেওয়া হয়।
জেলা প্রশাসক মুফিদুল আলম জানান, “ঈদে যাত্রীদের হয়রানি ও অস্বাভাবিক ভাড়া আদায়ের কোনো অপপ্রয়াসই সহ্য করা হবে না। মোবাইল কোর্টের পাশাপাশি অভিযান চলমান থাকবে, যাতে কেউ ন্যায্য ভাড়ার বাইরে আদায় করতে না পারে।” যাত্রীদের নিরাপদ ও সাশ্রয়ী যাত্রা নিশ্চিত করতে জেলা প্রশাসনের এই অভিযান ঈদ পর্যন্ত অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।