ইতিমধ্যে বাংলোর চারপাশ ও ভেতরের অন্তত ১০টি সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করেছে পুলিশ। ফুটেজে চালান পাচার ও রাজনীতিবিদ, আমলা ও পুলিশের কিছু কর্মকর্তার অবাধ যাতায়াতের তথ্য পেয়েছে পুলিশ।
ঝিনাইদহের-৪ আসনের আওয়ামী লীগের সংসদ সদস্য (এমপি) আনোয়ারুল আজীম আনারের ঘনিষ্ঠ বন্ধু আখতারুজ্জামান শাহীনের বাংলোতে গভীর রাতে চোরাচালানের লেনদেন হতো নিয়মিত। পাচার হতো সোনা ও হীরার চালান।
এদিকে গতকাল মঙ্গলবার বিকেলে নিউ টাউনের সঞ্জিভা গার্ডেনের ফ্ল্যাটের সেপটিক ট্যাংক থেকে মাংসের দলা উদ্ধার করেছে বাংলাদেশের ডিবি পুলিশ ও কলকাতার সিআইডি। তবে দলাটি আনারের লাশের খন্ডিত অংশ কি না, তা ফরেনসিক প্রতিবেদনের জন্য অপেক্ষা করতে হবে। তাছাড়া গতকাল নিউ টাউনের হাতিরলেক এলাকা থেকে সন্দেহভাজন দুজনকে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ চলছে। যশোর থেকে গ্রেপ্তার করা হয়েছে শিমুল ভূঁইয়ার সহযোগী সাইফুল আলম ওরফে সাইফুল মেম্বারকে।
এদিকে এমপি আনারের মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিন দুদিন আগে কলকাতা পৌঁছেছেন। তার সঙ্গে উদ্ধার হওয়া মাংসের দলার ডিএনএ পরীক্ষা করা হবে। প্রাথমিক তদন্ত শেষে বাংলাদেশ ডিবি পুলিশের দলটি বৃহস্পতিবার নাগাদ দেশে ফেরার কথা রয়েছে।