চীনের সাংহাইয়ের বাসিন্দা ওই নারীর নাম সিউ। কয়েক বছর আগেই উইলের মাধ্যমে নিজের সব অর্থ ও সম্পত্তি তিন সন্তানকে লিখে দেন তিনি। কিন্তু অসুস্থ হলে কিংবা স্বাভাবিক সময়েও তাকে দেখতে আসে না সন্তানরা। আর তাই উইলে পরিবর্তন আনার ঘোষণা দিয়েছেন প্রবীণ ওই নারী।
সিউ বলেছেন, শুধু পোষা প্রাণীগুলোই তার কাছে থাকে। তাই তিনি মারা গেলে তার সম্পত্তি পোষা কুকুর ও বিড়াল এবং তাদের শাবকদের জন্য ব্যবহার করা হবে। এজন্য স্থানীয় একটি ভেটেরিনারি ক্লিনিককে তার উত্তরাধিকারের প্রশাসক নিযুক্ত করা হয়েছে।
সন্তানদের আচরণে বিরক্ত হয়ে নিজের পোষ্য কুকুর ও বিড়ালের নামে তার ২৮ লাখ ডলারের সম্পত্তির পুরোটাই লিখে দিলেন চীনের এক নারী। তার দাবি, তার প্রাপ্তবয়স্ক তিন সন্তানের কেউই খবর রাখেননি, এমনকি অসুস্থ জেনেও।
বেইজিংয়ের উইল রেজিস্ট্রেশন সেন্টারের প্রধান কার্যালয়ের কর্মকর্তা চেন কাই জানান, সিউ তার সব সম্পত্তি পোষা কুকুর ও বিড়ালকে দেয়ার সিদ্ধান্ত নিয়েছেন। তবে চীনের আইনে এটার অনুমোদন নেই।