ঢাকায় গাড়ি চালকদের আইন ভাঙার প্রবণতা, যত্রযত্র পার্কিং, লেন মেনে গাড়ি না চালানো, জেব্রা ক্রসিংয়ের ওপর দাঁড়িয়ে চলাচলা বাঁধা সৃষ্টির মতো কাজে রাস্তায় চলাচল এখন এক বিভীষিকায় পরিণত হয়েছে। পরিসংখ্যান বলছে, প্রতিমাসে শুধু গুলশান সিগন্যালে ট্রাফিক আইন ভাঙছে ৩ লাখ যানবাহন।
বেশিরভাগ গাড়িই আসে না নির্দিস্ট লেনে। এতো বিপুল সংখ্যক গাড়িকে নিয়ন্ত্রণ করতে যথেষ্ট লোকবলও নেই ট্রাফিক বিভাগের। তবে এবার এআই ক্যামেরা বসানোর ফলে অনেকটাই সহজ হয়ে যাবে সড়কে ট্রাফিক নিয়ন্ত্রণ।
ঢাকার রাস্তায় শৃঙ্খলা আনতে চালু করা হয়েছে কৃত্তিম বুদ্ধিমত্তা (এআই) সংবলিত ক্যামেরা। সড়কে আইন ভাঙলে সয়ংক্রিয়ভাবে মামলা দিতে পারবে এই সিস্টেম।
শুধু যানবাহনই নয়, ট্রাফিক আইন ভঙ্গকারী পথচারীদের গতিবিধিও নজরদারিতে রাখা যাবে এর মাধ্যমে। এমন এআই সিগন্যাল সিস্টেম বসানো হয়েছে গুলশান-২ সিগন্যালে যা রাজধানীর আরও ৬টি পয়েন্টে বসানো হবে বলে জানিয়েছে উত্তর সিটি করপোরেশন।
দায়িত্বরত ট্রাফিক পুলিশ জানান, লালবাতি জ্বলা অবস্থায় সাদা দাগ স্পর্শ করলেই সয়ংক্রিয়ভাবে হবে মামলা। গাড়ির লাইসেন্স ও মেয়াদ না থাকলেও ধরা পড়বে ক্যামেরায়। এতে সড়কে শৃঙ্খলা ফিরবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।