25 C
Dhaka
Friday, May 10, 2024

ভোটারদের উপস্থিতি ছিল স্বতঃস্ফূর্ত: মেনন

চাকুরির খবর

গত ৭ জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে রাশেদ খান মেনন বলেন, “ভোটারদের উপস্থিতি ছিল স্বতঃস্ফূর্ত। প্রশাসন বেশি নিরপেক্ষতা দেখাতে গিয়ে ভোটারদের নিরুৎসাহিত করেছে। অনেক ভোটারকে ফিরিয়ে দিয়েছে তারা।”

বরিশাল-৩ আসনের সংসদ সদস্য বলেন, “ভোটের পরে যেসব বিদেশি রাষ্ট্র বিরূপ প্রতিক্রিয়া জানাচ্ছে, এটা তাদের কূটনৈতিক তৎপরতার রুটিন ওয়ার্ক। তাদের এ প্রতিক্রিয়া সম্পর্কে কোনো প্রভাব পড়বে না।”

বরিশালের সব এমপিকে একত্রিত করে বিভাগটিতে উন্নয়নে সমন্বিত উদ্যোগ নেওয়ার কথা জানান মেনন। তিনি বলেন, “উন্নয়ন হওয়া, না হওয়ার বিষয়টি মন্ত্রী হওয়ার ওপর নির্ভর করে না। নির্ভর করে উদ্যোগের ওপর।”

এ সময় ওয়ার্কার্স পার্টির বরিশাল জেলা সভাপতি অধ্যাপক নজরুল হক নীলু ও সাধারণ সম্পাদক অধ্যাপক টিপু সুলতানসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।

- Advertisement -

আরও সাম্প্রতিক খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর