অনলাইন ডেস্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ স্বল্পোন্নত থেকে মধ্যম আয়ে, খাদ্যে ঘাটতি থেকে স্বয়ংসম্পূর্ণতায় উন্নীত হয়েছে ও বিশ্বে একটি মর্যাদাশীল রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে।
এই কৃতিত্ব কেউ অস্বীকার করতে পারবে না। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আমরা ঐক্যবদ্ধ হয়ে শেখ হাসিনাকে চতুর্থ বারের মতো প্রধানমন্ত্রী বানাবো। কোন ষড়যন্ত্র করে শেখ হাসিনাকে থামানো যাবে না।
আমাদের সজাগ থাকতে হবে, ২০০১ সালে যেমন ষড়যন্ত্র হয়েছিল এমনকি ১৯৭১ সালেও মুক্তিযুদ্ধকালীন কম ষড়যন্ত্র হয়নি এখনো হচ্ছে। আমরা যদি ঐক্যবদ্ধ থাকি তাহলে আমাদের কেউ কোন ক্ষতি করতে পারবে না।
আওয়ামী লীগ না থাকলে আজ বাংলাদেশের জন্ম হতো না। মুক্তিযুদ্ধের পর যেমন বঙ্গবন্ধু দেশের হাল ধরে বাংলাদেশকে এগিয়ে নিয়ে গিয়েছিলেন, ঠিক তেমনই তার কন্যা শেখ হাসিনাও বাংলাদেশকে বিশ্বে নতুন করে পরিচয় করিয়ে দিয়েছেন তার উন্নয়ন কাজ অব্যাহতের মাধ্যমে।