17 C
Dhaka
Tuesday, January 7, 2025

ওজন ঝরানোর সহজ উপায়!

চাকুরির খবর

অনলাইন ডেস্ক: ওজন ঝরানোর সহজ উপায় রয়েছে আপনার হাতেই। Ice Diet করলেই ফল পাবেন হাতেনাতে। রোজ নিয়ম করে শরীরচর্চা, মেপেজুপে খাওয়া-দাওয়া, আরও হাজারো নিয়ম মেনে চলতে হয়। তবে সেগুলো সবসময় করা সম্ভব হয়ে উঠে না।

তবে এর মধ্যে Ice Diet মানলেই হতে পারবেন রোগা। পূরণ হতে পারে ছিপছিপে হওয়ার স্বপ্ন।

এর জন্য বাড়তি কিছুই করতে হবেনা। হাতের কাছেই কিন্তু রয়েছে আইস ডায়েট।

তবে শুধুমাত্র Ice Diet মেনে চললেই রোগা-ছিপছিপে হয়ে যাবেন এমন কিন্তু নয়। তারকাদের কাছে বেশ জনপ্রিয়ও Ice Diet ।

ce Dietহল, বরফের সাহায্যে মেদ ঝরানো। বিশেষজ্ঞদের একাংশের মতে, বরফ শরীরে গেলে, তাকে গলাতে এনার্জি লাগে। আমাদের শরীর নিজেই সেই কাজে লেগে পড়ে। তাতে ক্যালরি খরচ হয়।

চিকিৎসক ব্রায়ান ওয়েইনার রোজকার খাবারের সঙ্গে বরফ রাখার পরামর্শ দিয়েছেন। অল্প আহারেই পেট ভর্তি বলে মনে হবে Ice Diet-এ।

গবেষণা চলছে Ice Diet আদৌ কার্যকর কিনা জানার জন্যে। বিশেষজ্ঞদের মতে, খাবার খাওয়ার সময় জলও পান করি আমরা। এই জলপানের সময় গ্লাসে একটি বা দু’টি বরফের টুকরো ফেলে দিতে পারেন। এতে অল্প আহারেই পেট ভর্তি বলে মনে হবে।

- Advertisement -

আরও সাম্প্রতিক খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর