23 C
Dhaka
Wednesday, January 15, 2025

হলের শৌচাগার থেকে দেশীয় অস্ত্র উদ্ধার

চাকুরির খবর

অনলাইন ডেস্ক: বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) বঙ্গবন্ধু হলের একটি শৌচাগার থেকে বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্র উদ্ধার করেছেন সাধারণ শিক্ষার্থীরা।

হলের আবাসিক শিক্ষার্থী আশিকুল ইসলাম জানান, ভোরের দিকে তিনি শৌচাগারে গেলে সেখানে হট্টগোল শুনতে পান। পরে অন্যান্য শিক্ষার্থীরা একটি বাথরুমের ওপরে কয়েকটি দা, কাঁচি, পাইপ ও স্টাম্পসহ কিছু দেশীয় অস্ত্র দেখতে পান।

এসব অস্ত্র দায়িত্বরত নৈশপ্রহরীর কাছে জমা দেওয়া হয়। পরে হল প্রভোস্টকে ফোনে বিষয়টি জানানো হয়েছে।

অস্ত্র উদ্ধারের বিষয়ে বঙ্গবন্ধু হলের প্রভোস্ট আরিফ হোসেন বলেন, ‘পঞ্চম তলার একটি শৌচাগারের ফলস ছাদ থেকে কিছু অস্ত্র উদ্ধার করার কথা আমাকে ফোনে জানিয়েছে শিক্ষার্থীরা। এ বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’

এর আগে গত ৩ জুন বিশ্ববিদ্যালয়ের শেরে বাংলা হলের বিভিন্ন কক্ষে অভিযান চালিয়ে বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

- Advertisement -

আরও সাম্প্রতিক খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর