অনলাইন ডেস্ক: বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান হিসেবে দ্বিতীয়বার নিয়োগ পাওয়া বিশিষ্ট শিক্ষাবীদ ও ইতিহাসবীদ অধ্যাপক ড. কাজী শহীদুল্লাহকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন অতীশ দীপঙ্কর ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান এ্যাডভোকেট লিয়াকত সিকদার ও মাননীয় ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম।
রবিবার রাজধানীর আগারগাঁওয়ে ইউজিসি ভবনে ইউজিসি চেয়ারম্যানকে এ ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের সম্মানিত সদস্য প্রফেসর ড. এম শাহীন খান, সৈয়দ মোহাম্মদ হেমায়েত হোসেন, ট্রেজারার এ.কে.এম দেলোয়ার হোসেন ও রেজিস্ট্রার মো. আব্দুল কাইউম সরদার।
সৌজন্য সাক্ষাতে তারা পরস্পর কুশল বিনিময় করেন এবং বিশ্ববিদ্যালয় উপাচার্য ড. মো. জাহাঙ্গীর আলম ইউজিসি চেয়ারম্যানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।