অনলাইন ডেস্ক: হিরো আলমকে নিয়ে বিভিন্নজন নানা মন্তব্যে করেন। কিন্তু যতটুকু আমি চিনি উনি (হিরো আলম) একজন ভালো মানুষ। এজন্য আমি ওনার নাম রেখেছি ‘নেভার গিভ আপম্যান’ ও কখনো গিভআপ করে না।
উনি নির্বাচন করেছেন শুধু একবার না, একাধিকবার। তার পরও উনি হাল ছাড়েননি। তার বিশেষ গুণ হচ্ছে-কোনো বিষয়ে জড়িয়ে গেলে সেটিতে হাল ছাড়েন না, লেগে থাকার মনমানসিকতা আছে তার। সফল না হওয়া পর্যন্ত লেগে থাকেন তিনি।
হিরো আলমের প্রশংসা করে তিনি বলেন, ‘আমার এত মুভির মাঝে হিরো আলমের কাছে কমফোর্ট জোন পাই। আমি বড় বড় প্রডাকশনে কাজ করেছি।
কিন্তু হিরো আলম যে সম্মানটা আমাকে দেয়, অন্য কোথাও পাই না। সবাই সম্মান দিলেও শুধু ফরমালি দেখায় কিন্তু হিরো আলম হৃদয় থেকে আমাকে সম্মান করে।
এই সিনেমার নায়িকা রিয়া চৌধুরী নিজের পরিচয় জানিয়ে তিনি বলেন, ছোটবেলা থেকেই অভিনয়ের জগতে আছি আমি। শুরুটা হয়েছে নাটক দিয়ে।
এরপর টিভি সিরিয়ালসহ সব করা হয়েছে। এখন পর্যন্ত আমি চারটি সিনেমায় কাজ করেছি।
আসন্ন ঈদকে সামনে রেখে মুক্তি পেতে যাচ্ছে আলোচিত কনটেন্ট ক্রিয়েটর হিরো আলম অভিনীত নতুন সিনেমা ‘টোকাই’। আগামী ২ জুন দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেতে পারে এই সিনেমাটি।