32 C
Dhaka
Wednesday, May 15, 2024

বিদ্যুৎ উৎপাদনে রেকর্ড!

চাকুরির খবর

অনলাইন ডেস্ক: দেশে ১৪ হাজার ৮০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা অর্জিত হয়েছে। যা দেশে এ যাবতকালের মধ্যে সর্বোচ্চ বলে দাবি করেছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি)। 

মঙ্গলবার (১১ এপ্রিল) রাতে এ তথ্য জানায় বিপিডিবি।

এর আগে গত বছরের ১৬ এপ্রিল দেশের সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড হয় ১৪ হাজার ৭৮২ মেগাওয়াট। তবে মঙ্গলবার ১৪ হাজার ৮০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হওয়ায় আগের সর্বোচ্চ রেকর্ডটি ভেঙে গেল।

পিডিবি সূত্র বলছে, রমজান ও গ্রীষ্মকাল বিবেচনায় বিদ্যুৎ উৎপাদন ও সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক রাখার সর্বোচ্চ চেষ্টার ফল এই নতুন উৎপাদনের রেকর্ড।

এটি এখন পর্যন্ত রেকর্ড উৎপাদন। তবে এ বছর তুলনামূলক বেশি গরম থাকায় চলতি মাসে এই রেকর্ড আবারো ভাঙতে পারে বলে জানিয়েছেন পিডিবির কর্মকর্তারা।

- Advertisement -

আরও সাম্প্রতিক খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর