অনলাইন ডেস্ক: জাপানে বসন্তের আগমনী বার্তা বয়ে আনে চেরি ফুলের মৌসুম। প্রায় দেড় হাজার বছর ধরে দেশটিতে উদযাপিত হয়ে আসছে ‘চেরি ব্লসম’। জাপানের পাশাপাশি এই ফুলকে ঘিরে উৎসবের আয়োজন হয় যুক্তরাষ্ট্রেও।
ওয়াশিংটন ডিসির প্রতিটি প্রান্তই এখন চেরি ফুলে ভরা। সারি সারি গাছে সাদা আর গোলাপি রঙ্গের থোকা থোকা ফুল স্নিগ্ধতা ছড়াচ্ছে। পাশাপশি রঙ-বেরঙের ঘুড়ি উড়ানোর আয়োজন যোগ করেছে নতুন মাত্রা।
সাদা আর হালকা গোলাপি রঙের থোকা থোকা চেরি ফুলের সৌন্দর্য আর গন্ধই জানান দেয় প্রকৃতিতে বসন্তের উপস্থিতি। মার্চ মাসের শেষ থেকে মে মাসের শুরু পর্যন্ত পুরোটা সময়ে চেরি গাছে ফুল ফোটে। চেরি ফোটার এই সময়ে পার্কগুলোতে ভিড় করে হাজারো দর্শনার্থী।
চেরি ফুলের মোহনীয় সৌন্দর্য উপভোগে পার্কগুলোতে ভিড় করছেন বহু দর্শনার্থী। কেউ আসছেন পিকনিক করতে আবার কেউবা ঘুরে বেড়াতে। এসব দৃশ্য মুঠোফোনে বন্দি করে রাখছেন অনেকে।
বন্ধুত্বের স্মারক হিসেবে ১১১ বছর আগে যুক্তরাষ্ট্রকে ৩ হাজার গাছ উপহার দিয়েছিলো জাপান। যা ওয়াশিংটনের বিভিন্ন পার্কে রোপন করা হয়।সেই থেকেপ্রতি বছর চেরি ফুল ফোটার সময়টাকে ঘটা করে বরণ করে আমেরিকানরা।