27 C
Dhaka
Sunday, November 24, 2024

ইমরান খানকে গ্রেপ্তারে বাড়ি ঘেরাও করেছে পুলিশ!

চাকুরির খবর

অনলাইন ডেস্ক: তোশাখানা মামলায় আদালতের জারি করা পরোয়ানার ভিত্তিতে ইমরান খানকে গ্রেপ্তার করতে গেছে পুলিশ। তার বিরুদ্ধে চলমান চারটি মামলার মধ্যে কেবল এই একটিতেই গ্রেপ্তারি পরোয়ানা বাতিল হয়নি।

দেশটির সংবাদমাধ্যম জিও নিউজ জানিয়েছে, ইমরান খানকে গ্রেপ্তারের জন্য ইসলামাবাদ পুলিশের একটি দল সোমবার থেকেই লাহোরে রয়েছে। তবে পিটিআই চেয়ারম্যানের গ্রেপ্তার ঠেকাতে তার বাড়ি ঘিরে রেখেছে বিপুল সংখ্যক কর্মী-সমর্থক।

এ অবস্থায় জলকামান ব্যবহার করে তাদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে পুলিশ। তারা বর্তমানে ইমরান খানের বাড়ি থেকে ৯০ মিটার দূরে রয়েছে।

দেমটির জনপ্রিয় গণমাধ্যম ডনের খবরে বলা হয়েছে, পিটিআই কর্মীদের সঙ্গে সংঘর্ষে ইসলামাবাদের ডিআইজি আহত হয়েছেন। পুলিশের ছোড়া টিয়ারগ্যাসের ক্যানন ইমরান খানের বাড়ির ভেতরে গিয়ে পড়েছে।

পিটিআই নেতা শাহ মাহমুদ কোরেশি প্রথমে বলেছিলেন, ইমরান খান জামান পার্কের বাড়িতে রয়েছেন। তবে পরে বলেছেন, পিটিআই প্রধান সেখানে নেই। এছাড়া পুলিশের কাছে ইমরান খানের গ্রেফতারি পরোয়ানা দেখতে চেয়েছেন সাবেক অর্থমন্ত্রী।

পিটিআই নেতা ফাওয়াদ চৌধুরী বলেছেন, ইমরান খানের গ্রেফতারি পরোয়ানা ইসলামাবাদ হাইকোর্টে চ্যালেঞ্জ করা হয়েছে।

পাকিস্তান মুসলিম লীগ (নওয়াজ) নেতা মরিয়ম নওয়াজ বলেছেন, কোনো পুলিশ কর্মকর্তা আহত বা ক্ষতিগ্রস্ত হলে তার জন্য ইমরান খানই দায়ী থাকবেন।

তবে ভিডিওবার্তায় সাবেক প্রধানমন্ত্রী বলেছেন, আমার যদি কিছু হয় এবং আমাকে জেলে পাঠানো হয় বা আমাকে হত্যা করা হয়, তবে আপনাদের প্রমাণ করতে হবে, আপনারা ইমরান খানকে ছাড়াই সংগ্রাম করবেন এবং এই চোরদের দাসত্ব মেনে নেবেন না।

ইমরান খানের গ্রেপ্তারি আটকাতে পিটিআই সমর্থকদের রাস্তায় নেমে আসার আহ্বান জানিয়েছেন সাবেক তথ্যমন্ত্রী ফাওয়াদ চৌধুরীও।

এর আগে, গত ২৮ ফেব্রুয়ারি পিটিআই চেয়ারম্যান ইমরান খানের নামে জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন ইসলামাবাদের একটি নিম্ন আদালত। তোশাখানা মামলার শুনানিতে ধারাবাহিকভাবে অনুপস্থিতির কারণে তার বিরুদ্ধে এই পরোয়ানা জারি করা হয়।

- Advertisement -

আরও সাম্প্রতিক খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর