অনলাইন ডেস্ক: আন্দোলনের নামে নৈরাজ্য করলে প্রতিহত করা হবে। তারা নৈরাজ্য, অগ্নিসন্ত্রাসের মাধ্যমে দেশে বিশৃঙ্খলা তৈরি করতে চায়। তারা ক্ষমতায় থাকতে দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়ে দেশকে একটা বিপর্যয়র পরিস্থিতিতে ফেলেছিল।
জনগণের সাথে সম্পৃক্ত থাকলে বিএনপি নির্বাচনে আসবে উল্লেখ করে বাহাউদ্দিন নাছিম বলেন, নির্বাচনে গিয়ে সরকার পরিচালনার সুযোগ থাকে। কিন্তু নির্বাচনে না এসে গায়ের জোরে বিশৃঙ্খলা সৃষ্টি করলে সঠিক জবাব দেওয়া হবে।
আওয়ামী লীগ রাজনীতির মাঠে আছে এবং থাকবে জানিয়ে তিনি বলেন, দায়িত্বশীল দল হিসেবে মাঠে-ময়দানে ভোটের রাজনীতিকে জোরদার করতে কাজ করে যাচ্ছে। সরকার যে উন্নয়ন কর্মকাণ্ড করছে সেটা জনগণের কাছে বারবার তুলে ধরছি।
বিএনপি অস্তিত্বহীন রাজনৈতিক দলে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম। তাদের নিজেদের চেহারা আয়নায় দেখা দরকার। তারা নিজেরাও জানে না অস্তিত্বহীন রাজনৈতিক দলে পরিণত হয়েছে।
যে যার রাজনীতি করবে, এটা গণতান্ত্রিক অধিকার। কিন্তু বিএনপির রাজনৈতিক উদ্দেশ্য হচ্ছে ষড়যন্ত্র অথবা বিরাজনীতিকরণ। সময়ই বলে দিবে-জনগণ আন্দোলনকারী নাকি সরকারের সাথে গণতান্ত্রিক ধারাবাহিকতা রক্ষার পক্ষে আছে।