অনলাইন ডেস্ক: মন্ত্রী হোসে ম্যানুয়েল আলবারেস বলেছেন, ‘তিনি গতকাল মুক্তি পেয়েছেন। কিন্তু ইরান থেকে তার বিমান ওড়ার আগে আমরা এটি প্রকাশ করতে চাইনি।
আমি তার সঙ্গে কথা বলেছি। তিনি ভালো আছেন।’ ওই তরুণী স্পেনের উত্তর-পশ্চিমাঞ্চলে যাচ্ছেন বলেও জানান মন্ত্রী। সেখানেই তিনি থাকতেন।
যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার বার্তা সংস্থা এইচআরএএনএ ওই নারীকে গ্রেপ্তারের সময় জানিয়েছিল, আনা বানেরা নামের ওই নারীর বয়স ২৪ বছর।
কজন স্প্যানিশ তরুণীকে মুক্তি দিয়েছে ইরান। গত নভেম্বরে তাকে আটক করা হয়েছিল। স্পেনের পররাষ্ট্রমন্ত্রী রোববার (২৬ ফেব্রুয়ারি) এ তথ্য জানিয়েছেন।
যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার বার্তা সংস্থা এইচআরএএনএ ওই নারীকে গ্রেপ্তারের সময় জানিয়েছিল, আনা বানেরা নামের ওই নারীর বয়স ২৪ বছর।
এই তরুণীকে আটকের বিষয়টি ইরানি কর্তৃপক্ষ কখনই নিশ্চিত করেনি। কুর্তি তরুণী মাহসা আমিনির পুলিশ হেফাজতে মৃত্যুর পর ইরানজুড়ে বিক্ষোভ শুরু হয়। তখন স্প্যানিশ ওই তরুণীকে গ্রেপ্তার করা হয়েছিল।
এদিকে, আরেকজন স্প্যানিশ নাগরিক ফুটবল ভক্ত সান্তিয়াগো সানচেজ কোগেদর অক্টোবর থেকে বন্দি রয়েছেন। তিনি ফুটবল বিশ্বকাপের জন্য কাতারে হেঁটে যাওয়ার সময় গ্রেপ্তার হয়েছেন।সূত্র : এএফপি