অনলাইন ডেস্ক: বুধবার স্থায়ী ক্যাম্পাসের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হলেও গত জানুয়ারি থেকে ক্যাম্পাসের ভবন নির্মাণের পাইলিংয়ের কাজ শুরু হয়।
ঢাকার আশুলিয়ায় উত্তরা তৃতীয় প্রকল্পসংলগ্ন এলাকায় আশা ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাসের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।
বুধবার বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান রাবেয়া আক্তার ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়।
ভিত্তিপ্রস্তরের সময় উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের সচিব সুশীল রায় ও বিশ্ববিদ্যালয়ের ফাইন্যান্স কমিটির সদস্য মো. তৌফিকুল ইসলাম।
এ সময় বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য ও কোষাধ্যক্ষ মো. ইকবাল খান চৌধুরী, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মো. ওয়ালিউল বারীসহ বিভিন্ন অনুষদের ডিন, বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, শিক্ষক-কর্মকর্তা এবং কর্মচারীরা উপস্থিত ছিলেন।