অনলাইন ডেস্ক: কর জরিপ অভিযান চালানোর কয়েক সপ্তাহ আগে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ওপর তথ্যচিত্র প্রকাশ করেছিল বিবিসি। পরে তা নিয়ে শুরু হয় ভারতজুড়ে তোলপাড়।
অনেক অধিকার গোষ্ঠীর দাবি, সে ঘটনার জেরেই তদন্তের মুখে পড়তে হয়েছে বিবিসিকে। তবে বিজেপি বলছে, কর জরিপ অভিযানের সঙ্গে তথ্যচিত্রের কোনো সম্পর্ক নেই।
সরকারি এক সূত্র জানান, ভারতের কর কর্তৃপক্ষ মূলত বিবিসির কথাই বলেছে। কিন্তু তদন্ত চলমান থাকায় নাম প্রকাশ করেনি।
কর কর্তৃপক্ষের বিবৃতির প্রতিক্রিয়ায় বিবিসি এখনও কোনো মন্তব্য করেনি।
ভারতের কর কর্তৃপক্ষ শুক্রবার জানিয়েছে, আন্তর্জাতিক এক গণমাধ্যম প্রতিষ্ঠানে বকেয়া কর এবং রেকর্ডে অনির্দিষ্ট অঙ্কের আয় খুঁজে পেয়েছে তারা। তবে তাদের বিবৃতিতে সরাসরি ব্রিটিশ ব্রডকাস্টিং করপোরেশনের (বিবিসি) নাম উল্লেখ করা হয়নি।
রয়টার্সের প্রতিবেদন বলছে, বিবিসির মুম্বাই এবং দিল্লির কার্যালয়ে টানা তিন দিনের অনুসন্ধানের পর এ তথ্য জানাল কর কর্তৃপক্ষ। সূত্র: রয়টার্স