বসন্ত
—————————জয়ন্ত পন্ডিত
বসন্ত আসলেই জীবনে
প্রেম বুঝি আসে,
চোখে চোখ রাখতেই মনেহয়
প্রিয়া শুধু হাসে।
বসন্ত আসলেই
ফুল বুঝি ফোঁটে,
আর মধু নিতে ভ্রমরা-রা
বনের দিকে ছুঁটে।
বসন্ত আসলেই যেন
আমাদের উরু উরু মন,
কোন বাঁধা মানেনা ত ভরা এ যৌবন।
বসন্ত আসলেই সবাই যেন কবি,
রং তুলি যুদ্ধে
আঁকে শুধু রঙ্গিন রঙ্গিন ছবি।