অনলাইন ডেস্ক: বর্ষপূর্তি উপলক্ষে রং-বেরঙের ফেস্টুন, ব্যানার, পতাকা ও নজরকাড়া কারুকাজে সাজানো হয় পুরো ক্যাম্পাস এলাকা। এ সময় জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের বর্তমান ও প্রাক্তন ছাত্রছাত্রীদের মিলনমেলায় পরিণত হয় মানারাত ইউনিভার্সিটির আশুলিয়া ক্যাম্পাস।
মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে পালিত হয়েছে জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের দশম বর্ষপূর্তি। গত শনিবার বিশ্ববিদ্যালয়ের আশুলিয়া ক্যাম্পাসে সেমিনার হলে দিনব্যাপী এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এই আয়োজনে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো. নজরুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত কোষাধ্যক্ষ হাফিজুল ইসলাম মিয়া। সভাপতিত্ব করেন জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের প্রধান রফিকুজ্জামান রুমান।
বিভাগীয় প্রধান রফিকুজ্জামান রুমানের স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠান। শুভেচ্ছা বক্তব্য দেন স্কুল অব ইঞ্জিনিয়ারিং, সায়েন্স অ্যান্ড টেকনোলজির ডিন ও ফার্মেসি বিভাগের প্রধান নারগিস সুলতানা চৌধুরী, ইইই বিভাগের প্রধান কে এম আকতারুজ্জামান, আইন বিভাগের প্রধান আজহারুল ইসলাম, সিএসই বিভাগের প্রধান শারমিনা জামান, সেন্টার ফর জেনারেল এডুকেশনের কোঅর্ডিনেটর ও সহযোগী অধ্যাপক আবুল কালাম আজাদ, ডেপুটি রেজিস্ট্রার আলমগীর হোসেইন প্রমুখ।
অনুষ্ঠানে জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের বর্ষপূর্তি উপলক্ষে বিভাগের পক্ষ থেকে একটি তথ্যচিত্র প্রদর্শন করা হয়। এতে গত দশ বছরে বিভাগের বিভিন্ন স্মরণীয় অর্জন তুলে ধরার পাশাপাশি বিদেশে অধ্যায়নরত ও দেশের বিভিন্ন গণমাধ্যমে কর্মরত এই বিভাগের সাবেক শিক্ষার্থীদের সাক্ষাৎকার প্রচার করা হয়।