33 C
Dhaka
Thursday, May 16, 2024

মিনহাদ জেলা আশেপাশের এলাকাগুলোর নাম পরিবর্তন করে ‘হিন্দ সিটি’ 

চাকুরির খবর

অনলাইন ডেস্ক: শহরটি চারটি অঞ্চলে বিভক্ত এবং সংযুক্ত আরব আমিরাতের বাসিন্দাদের বাড়ি রয়েছে। শহরটিতে চারটি অঞ্চল রয়েছে- হিন্দ ১, হিন্দ ২, হিন্দ ৩ এবং হিন্দ ৪ এবং ৮৩.৯ কিলোমিটার এলাকাজুড়ে রয়েছে।

শহরটি এমিরেটস রোড, দুবাই-আল আইন রোড এবং জেবেল আলি-লেহবাব রোডের মতো গুরুত্বপূর্ণ রাস্তার সঙ্গে সংযুক্ত।

দুবাই শাসকের নির্দেশ অনুসারে আল মিনহাদ অঞ্চল এবং এর পার্শ্ববর্তী অঞ্চলগুলোর নাম পরিবর্তন করে ‘হিন্দ সিটি’ করা হয়েছে।

এর আগে ২০১০ সালে আমিরাতের প্রেসিডেন্ট এবং আবুধাবির শাসক বুর্জ দুবাইয়ের নাম পরিবর্তন করে বুর্জ খলিফা রেখেছিলেন। আমিরাতের সাবেক প্রেসিডেন্ট ২০২২ সালের ১৩ মে মারা যান।

শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাখতুম সংযুক্ত আরব আমিরাতের সাবেক ভাইস প্রেসিডেন্ট এবং দুবাইয়ের শাসক শেখ রশিদ বিন সাইদ আল মাখতুমের তৃতীয় পুত্র। ২০০৬ সালে তার ভাই মাখতুমের মৃত্যুর পর আমিরাতের ভাইস প্রেসিডেন্ট এবং দুবাইয়ের শাসক হিসেবে দায়িত্ব নেন।

সংযুক্ত আরব আমিরাতের ভাইস প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী এবং দুবাইয়ের শাসক শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাখতুম আল মিনহাদ জেলা এবং এর আশেপাশের এলাকাগুলোর নাম পরিবর্তন করে ‘হিন্দ সিটি’ রেখেছেন। রোববার আমিরাতের সরকারি বার্তা সংস্থা ডব্লিউএএম এমন তথ্য জানিয়েছে জানিয়েছে।

- Advertisement -

আরও সাম্প্রতিক খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর