অনলাইন ডেস্ক: ২০৪১ সালে আমরা স্মার্ট বাংলাদেশ হব। স্মার্ট বাংলাদেশে যেতে আমাদের কিন্তু অনেকগুলি চ্যালেঞ্জিং আছে। মূল চ্যালেঞ্জিং হচ্ছে আমাদের টেকনোলজিটা।
আমাদেরকে ফাস্ট স্পীডি টেকনোলজি, আর্টিফিশিয়াল ইনটেলিজেন্স, মডার্ন কম্পিউটিং এর চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে। এই বিষয়গুলি যদি আমরা তাড়াতাড়ি বাস্তবায়ন করতে না পারি তাহলে পিছনে পড়ে যাবো।
কিন্তু আজকে শেখ হাসিনা ইনষ্টিটিউট অফ ফ্রন্টিয়ার টেকনোলজি ভিত্তি প্রস্থর স্থাপনের মাধ্যমেই আমরা স্মার্ট বাংলাদেশ গড়তে পারবো বলেও এসময় আশা প্রকাশ করেন সালমান এফ রহমান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জাতীয় সংসদের চীফ হুইপ নূরে-ই-আলম চৌধুরী লিটন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, জেলা প্রশাসক ড.রহিমা খাতুন, জেলা পরিষদ চেয়ারম্যান মুনীর চৌধুরী ও জেলা আওয়ামীলীগের সভাপতি শাহাবুদ্দিন আহমেদ মোল্লাসহ অন্যরা।
এর আগে সকালে শিবচরের কুতুবপুরে প্রায় ৭০.৩৪ একর জায়গা জুড়ে ১৫’শ কোটি টাকা খরচে ‘শেখ হাসিনা ইনস্টিটিউট অফ ফ্রন্টিয়ার টেকনোলজি’ এর ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানে উপস্থিত থেকে বৃক্ষরোপন করেন সালমান এফ রহমান।
পদ্মা সেতুর দক্ষিণপাড়ের জেলা মাদারীপুরের শিবচরে এখন ব্যবসায় বিনিয়োগ বান্ধব পরিবেশ। এখানে দেশের স্মার্ট উদ্যোক্তাদের ব্যবসায় বিনিয়োগ করার আহ্বান জানালেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান এমপি।