22 C
Dhaka
Saturday, November 23, 2024

যুক্তরাষ্ট্র নাগরিকদের বাংলাদেশে অবস্থান ও ভ্রমণে বিশেষ সতর্কতা

চাকুরির খবর

অনলাইন ডেস্ক: ওয়েবসাইটের সিকিউরিটি অ্যালার্ট অংশে বলা হয়, বাংলাদেশের জনবহুল এলাকা যেমন ছুটির দিনের বাজার, বিপনি বিতান, বিমানবন্দর, ক্লাব, রেস্তোরাঁ, প্রার্থনার স্থান, পরিবহন কেন্দ্র, স্কুল এবং অন্যান্য যেসব এলাকায় পর্যটকরা ভ্রমণের জন্য যান সেখানে পরিকল্পিত হামলার ঘটনা ঘটতে পারে।

বিশেষ করে গণমানুষের উৎসব, ছুটির দিন এবং যেখানে মানুষ উৎসব উদযাপনের জন্য যান, সেগুলোও সহিংসতার উচ্চ ঝুঁকিতে থাকে।

সেখানে আরো বলা হয়, উৎসব উদযাপনের স্থান, প্রার্থনা কেন্দ্র এবং জনসমাগমস্থলে সতর্কতা অবলম্বন করতে পরামর্শ দেয়া হচ্ছে।

সেই সঙ্গে প্রত্যেককে নিজের ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিত করতে, আশপাশের পরিবেশ সম্পর্কে সচেতন থাকতে এবং স্থানীয় গণমাধ্যমের হালনাগাদ তথ্যের ওপর নজর রাখতে বলা হয়েছে।

উৎসবের মৌসুমে বাংলাদেশে অপরাধ ও সহিংস কর্মকাণ্ড বেড়ে যায় বলে উল্লেখ করেছে ঢাকায় নিযুক্ত মার্কিন দূতাবাস।

এজন্য মার্কিন দূতাবাসের ওয়েবসাইটে যুক্তরাষ্ট্রের নাগরিকদের বাংলাদেশে অবস্থান ও বিভিন্ন স্থানে ভ্রমণের বিষয়ে বিশেষ সতর্কতা অবলম্বন করতে পরামর্শ দেয়া হয়েছে।

সোমবার (১৯ ডিসেম্বর) বাংলাদেশের মার্কিন দূতাবাসের অফিশিয়াল ফেসবুক পেজ ও ওয়েবসাইটে এ সতর্কবার্তা প্রকাশ করা হয়

- Advertisement -

আরও সাম্প্রতিক খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর