36 C
Dhaka
Friday, May 17, 2024

পাকিস্তানে পুলিশ স্টেশনে রাতজুড়ে সন্ত্রাসী হামলার ঘটনা 

চাকুরির খবর

 অনলাইন ডেস্ক: দুইদিক থেকে ওই পুলিশ স্টেশনে সন্ত্রাসীরা হামলা শুরু করে। এ সময় পুলিশ ও সন্ত্রাসীদের মধ্যে তুমুল গোলাগুলি হয়। এতে চারজন পুলিশ নিহত হয়েছেন এবং আহত হয়েছেন অনেকে, প্রতিবেদনে বলা হয়।

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ার লাকি মারওয়াত শহরের বারগাই পুলিশ স্টেশনে রাতজুড়ে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে।

এতে অন্তত চার পুলিশ সদস্য নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অনেকে। আজ রোববার (১৮ ডিসেম্বর) জিও নিউজের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

হামলার পর সন্ত্রাসীরা পালিয়ে গেছে। নাশকতাকারীদের ধরতে এলাকায় তল্লাশি অভিযান শুরু করেছে পুলিশ। হামলায় নিহতদের মধ্যে রয়েছে কনস্টেবল ইব্রাহিম, ইমরান, খাইরুর রহমান এবং সাবস আলি।

এই হামলার দায় এখন পর্যন্ত কোনো সন্ত্রাসী গোষ্ঠী স্বীকার করেনি বলে প্রতিবেদনে বলা হয়েছে। গত কয়েক সপ্তাহ ধরে খাইবার পাখতুনখোয়ায় আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির দিকে যাচ্ছে বলে দেশটির সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে। দেশটির এই অঞ্চলে নিরাপত্তাবাহিনীর ওপর হামলার পরিমাণ বেড়েছে।

- Advertisement -

আরও সাম্প্রতিক খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর