অনলাইন ডেস্ক: আন্তর্জাতিক অভিবাসী দিবসে একথা জানিয়েছেন প্রবাসী কল্যাণমন্ত্রী। তিনি বলেন, গেলো পাঁচ মাসে চার লাখের বেশি শ্রমিকের বিদেশে কর্মসংস্থান হয়েছে। দক্ষ শ্রমিক তৈরি করে নতুন নতুন দেশে পাঠানোর প্রক্রিয়াও চলছে বলে জানান মন্ত্রী।
প্রবাসী শ্রমিকদের নিরাপত্তা, পেনশন স্কিম চালু ও শ্রমিকদের পাঠানো রেমিটেন্সের সঠিক বিনিময় মূল্য নিশ্চত করাসহ প্রবাসীদের জন্য নানা পদক্ষেপ নিয়েছে সরকার।
এসময় প্রবাসী কল্যাণমন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য আনিসুল ইসলাম মাহমুদ, প্রবাসীদের নানা সমস্যা কথা তুলে ধরেন।
আর প্রবাসী কল্যাণ সচিব জানান, ২০২১ সালে ছয় লাখ ১৭ হাজার কর্মী পাঠানো হয়েছে বিভিন্ন দেশে। একইসঙ্গে রেমিট্যান্স এসেছে ২২ হাজার ৭৮৭ মিলিয়ন মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় যা ২ লাখ কোটি টাকার বেশি।
অনুষ্ঠানে প্রবাসী কল্যাণমন্ত্রী বলেন, নতুন শ্রম বাজার হিসেবে আলবেনিয়া, মাল্টা ও বসনিয়ার সঙ্গে কর্মী প্রেরণের বিষয়ে চুক্তি সইয়ের অপেক্ষায় রয়েছে।
প্রবাসীদের উন্নয়নে সরকার সময়পযোগী নানা উদ্যোগ নিচ্ছে উলেখ করে দক্ষ শ্রমিক তৈরিতে বায়রার সদস্যদের এগিয়ে আসার আহবান জানান মন্ত্রী।