অনলাইন ডেস্ক: ‘বিএনপির সমাবেশে এক লাখের মতো জনসমাগম হয়েছে। আমরা ভয় পাই না। তারা যত লোক টার্গেট দেয়, তত লোক কি হবে? অনেকে অনেকে কথা বলেছে; ৩০-৩৫ বা ৫০ হাজার লোক হয়েছে।
প্রধানমন্ত্রীর সঙ্গে টেলিফোনে বলেছি, লাখের কাছে লোক হয়েছে। সত্যকে আড়াল করে তো লাভ নেই, সত্য আড়াল করব কেন? এটা আওয়ামী লীগের বহু লোক স্বীকার করতে চাইবে না, বলবে ২৫-৩০ ২৫ হাজার লোক হয়েছে।’
তিনি বলেন, ‘বিএনপি গত কয়েক বছরে যেভাবে লোক সমাগম করেছে, সে তুলনায় এটাকে ফ্লপ বলা আমার মনে হয় সঠিক নয়। আমরা শুধু তাদের বলি শান্তিপূর্ণ থাকেন। ঢাকায় ১০ লাখ বসান, আমরাও ৩০ লাখ বসাতে পারি। কিন্তু যানজটের কী অবস্থা হবে?’
অভাব ও কষ্টে রয়েছে এ ধরনের কিছু মানুষ বিএনপির সভা-সমাবেশে অংশ নিচ্ছেন বলে দাবি করেন কাদের।
কাদের বলেন, খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিএনপি দেশে চোখে পড়ার মতো কোনো আন্দোলন করতে পারেনি। এখন তাদের আন্দোলন দেখে সরকারের মাথা ঠিক আছে।
বিএনপিকে বলব, আপনাদের মাথা যেন খারাপ না হয়। মাথা খারাপ করে আবার না পেট্রল বোমা নিয়ে নামেন, আমরা তো সেই ভয় করছি।
বিএনপির মহাসমাবেশকে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ ‘ফ্লপ সমাবেশ’ বললেও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলছেন, বিএনপির মহাসমাবেশ ফ্লপ নয়।
তিনি বলেছেন, বিএনপির বিভাগীয় সমাবেশগুলোতে জনসমাগম নিয়ে আওয়ামী লীগের অনেক নেতা সঠিক তথ্য তুলে ধরছেন না।