অনলাইন ডেস্ক: দীপন সিনেমাটি নিয়ে বলেন, অনেক কথা বলার আছে সিনেমাটি নিয়ে। কিন্তু বেশি কথা বলতে চাই না। এখন ট্রেইলার দেখেন, সিনেমাটি মুক্তি পেলে, সিনেমাটি দেখেন। তাহলেই আপনারা বুঝতে পারবেন আমরা কী করতে চেয়েছি।
রিয়াজ বলেন, আমার সিনেমার ক্যারিয়ারে ট্রেইলার প্রকাশের জন্য এত বড় অনুষ্ঠান হতে দেখিনি। অপারেশন সুন্দরবন সিনেমাটি আমিও দেখিনি। আশা করি, দর্শকদের সঙ্গেই দেখব।
নুসরাত ফারিয়া বলেন, সিনেমাটি জীবনের একটি অংশ হয়ে গেছে। এটা অন্তরের অনেক কাছের একটি কাজ। আমাদের প্রচারের পাশাপাশি দর্শক আপনাদের সমর্থন অনেক জরুরি। আশা করি, আপনার অপারেশন সুন্দরবনের কাছে থাকবেন।
প্রধান অতিথির বক্তব্যে বেনজীর আহমেদ বলেন, এমন একটি অনবদ্য সিনেমা নির্মাণের জন্য এর পরিচালক ও কলাকুশলীদের অনেক ধন্যবাদ। আমি বিশ্বাস করি, সিনেমাটি মুক্তি পেলে সারা দেশের মানুষ এটা উপভোগ করবেন। আমি সবাইকে আগাম আমন্ত্রণ জানিয়ে রাখছি সিনেমাটি দেখার জন্য।
এলিট ফোর্স ব্যাটালিয়ন র্যাবের সুন্দরবনে দুঃসাহসিক অভিযান নিয়ে সম্প্রতি নির্মিত হয়েছে সিনেমা ‘অপারেশন সুন্দরবন’। বহুল প্রতিক্ষীত সিনেমাটি দেখার অপেক্ষায় দিন গুনছেন দর্শকরা। অপেক্ষার পালা শেষ। আসছে ২৩ সেপ্টেম্বর (শুক্রবার) সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।
তারই অংশ হিসেবে শুক্রবার (২৯ জুলাই) রাতে এলো সিনেমার ট্রেইলার। জমকালো এক আয়োজনে কক্সবাজারের লাবণী বিচে ট্রেইলার প্রকাশ অনুষ্ঠিত হয়। সিনেমাটি নির্মাণ করেছেন দীপংকর দীপন। ট্রেইলার প্রকাশ অনুষ্ঠানে নির্মাতা ও শিল্পী কলাকুশলীরা উপস্থিত ছিলেন।