অনলাইন ডেস্ক: ইতোপূর্বে কখনও একদিনে ডলারের দর এত বাড়েনি। খোলা মার্কেটে নতুন দর নিয়ে বিস্ময় প্রকাশ করছেন আমদানীকারকরা।
খোলাবাজারে ডলারের সর্বোচ্চ দর উঠে গত রোববার। ওইদিন খোলাবাজারে ডলারের দর ১০৫ টাকায় উঠেছিল। সেখান থেকে সোমবার আবার এক টাকা কমে ১০৪ টাকায় বিক্রি হয়।
খোলাবাজারের সঙ্গে ব্যাংকের আমদানি, রপ্তানি ও রেমিট্যান্সেও ডলারের দর অনেক বেড়েছে। বাজারের সঙ্গে তাল মিলিয়ে কেন্দ্রীয় ব্যাংক গত একবছরে আন্তঃব্যাংক দর ৯ টাকা ৯০ পয়সা বাড়িয়ে ৯৪ টাকা ৭০ পয়সা নির্ধারণ করেছে।
খোলাবাজারে ডলার এখন সোনার হরিণ; বাড়ছেই দাম। একদিনের ব্যবধানে মঙ্গলবার প্রতি ডলারে রেকর্ড আট টাকা দাম বেড়ে এখন পর্যন্ত বেড়ে ১১২ টাকায় উঠেছে। এ দামেও আশানুরূপ ডলার মিলছে না।