লক্ষ্মীপুর প্রতিনিধি: সয়াবিন উৎপাদনকারী সমিতির নাম দিয়ে সন্ত্রাসী, চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধের সাথে জড়িত থাকার অভিযোগ এনে আজমল হোসেন হেলাল নামে এক ব্যাক্তির বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালন করেছে লক্ষ্মীপুর সদর উপজেলার উত্তর চর রমণী মোহন এলাকার লোকজন।
২০ জুলাই (বুধবার) সকালে লক্ষ্মীপুর প্রেসক্লাব প্রাঙ্গণে প্রায় ঘন্টাব্যাপি মানববন্ধন কর্মসূচি ও পরে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সদর উপজেলার চর রমণী মোহন ইউনিয়নের উত্তর চর রমণী মোহন এলাকার প্রায় শতাধিক গ্রামবাসী উপস্থিত ছিলেন।
এসময় বক্তারা অভিযোগ করে বলেন সদর উপজেলার শাকচর এলাকার মৃত আহমদ উল্যার কমিশনার পুত্র আজমল হোসেন হেলাল সয়াবিন উৎপাদনকারী সমিতির নাম দিয়ে এলাকার ভূমিহীন, জমির মালিক ও বর্গাচার্ষিদের কাছ থেকে নিজেকে জমির মালিক দাবী করে অর্থ আদায় করছে।
এ ছাড়া বিভিন্ন অজুহাতে কৃষকদের চাষাবাদে বাধা প্রদান করে আসছে। তার এসব অনৈতিক কাজে প্রতিবাদ করায় এলাকার মানুষের নামে এ পর্যন্ত ১০ মামলা দায়ের করে হয়রানি করে আসছে। তিনি এলাকায় ও লক্ষ্মীপুর বিভিন্ন ব্যক্তির নাম বিক্রি করে জমির মালিক ও বর্ষাচাষী এবং কৃষকদের কাছ থেকে চাঁদা আদায় করে আসছে।
তার এ কাজে উত্তর চর রমণী এলাকার ইমান আকন্দ, হামিদ আকন্দ, মজিদ আকন্দ, আজিদ আকন্দ, মোহন হাওলাদার, দানু হাওলাদার, সুফিয়া আকন্দ, ছাত্তার ব্যাপারী ও গ্রাম চকিদার দিদার হোসেন প্রত্যক্ষ ভাবে সহযোগীতা করছে। তারা এ ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করার জন্য প্রশাসনের সহযোগীতা কামনা করেন।
মানববন্ধন কর্মসূচিতে এলাকাবাসীর পক্ষ থেকে বক্তব্য রাখেন রাব্বি এলাহী জহির, ভুট্ট চৌধুরী, এডভোকেট সাইফুল ইসলাম শাহিন, আনোয়ার রহমান বাবুল, মো: খোকন, ইলিয়াছ মীর,হারুন মোল্লা, শাহজালাল মোল্লা প্রমুখ।