30 C
Dhaka
Thursday, May 2, 2024

আমরা নিজের অর্থে পদ্মা সেতু তৈরি করেছি, এটা বড় সক্ষমতা ও আত্মমর্যাদার: স্পিকার

চাকুরির খবর

অনলাইন ডেস্ক: আমরা নিজের অর্থে পদ্মা সেতু তৈরি করেছি, এটা বড় সক্ষমতা ও আত্মমর্যাদার। নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু করতে পেরেছি এটাই আমাদের সক্ষমতা প্রমাণ করেছে।

দেশে রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রয়েছে মন্তব্য করে জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, গত ১০-১২ বছরে দেশে হরতাল হয়নি, গাড়ি ভাঙচুর হয়নি। সব ইস্যু জাতীয় সংসদে আলোচনার মাধ্যমে সমাধান করেছি।

মঙ্গলবার (৫ জুলাই) রাজধানীর হোটেল ওয়েস্টিনে পোশাক শিল্পের টেকসই উন্নয়ন ত্বরান্বিত করতে নতুন রূপকল্পের ঘোষণা শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমন কথা বলেন তিনি।

স্পিকার বলেন, আগামীতে রাজনৈতিক স্থিতিশীলতা বজায় থাকলে, হরতাল ও গাড়ি ভাঙচুর না হলে উন্নয়নের ধারা অব্যাহত থাকবে। সব চ্যালেঞ্জ মোকাবিলা করে এগিয়ে যাব।

পরিবর্তনকে আমরা কখনই পরিবর্তন করতে পারি না উল্লেখ করে স্পিকার বলেন, টেকসই উন্নয়নের লক্ষ্য অর্জনে এসডিজির বাইরে যাওয়ার কোনো বিকল্প নেই।

- Advertisement -

আরও সাম্প্রতিক খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর