24 C
Dhaka
Sunday, January 19, 2025

বিদ্রোহীদের যারা আশ্রয় প্রশ্রয় দেবেন তারাও শাস্তির আওতায় আসবেন: মেয়র মুজিবুর রহমান

চাকুরির খবর

অনলাইন ডেস্ক: বিদ্রোহীদের যারা আশ্রয় প্রশ্রয় দেবেন তারাও শাস্তির আওতায় আসবেন বলে সাংগঠনিক নির্দেশনা রয়েছে। তাই সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীদের এ বিষয়ে সতর্ক থাকার আহবান জানান তিনি।

নৌকার বিরুদ্ধে বিদ্রোহী ও তাদের সহযোগীদের স্থান আওয়ামী লীগে হবে না বলে আবারও জানিয়ে দিয়েছেন কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মেয়র মুজিবুর রহমান।

মেয়র মুজিবুর রহমান বলেন, যারা বিতর্কিত কর্মকাণ্ডে জড়িত তারাও আওয়ামী লীগের রাজনীতি করতে পারবে না। তিনি সকল স্তরের নেতাদের সাংগঠনিক শৃঙ্খলা মেনে চলার আহবান জানান।

তিনি বলেন, যারা প্রকৃত আওয়ামী লীগ, তারা কখনো আওয়ামী লীগকে কাঠগড়ায় দাঁড় করাবে না। আর যারা নেতাদের ডিঙ্গিয়ে আওয়ামী লীগকে আদালত পাড়ায় নিয়ে যাবেন, বুঝতে হবে তারা আওয়ামী লীগের মধ্যে ঘাপটি মেরে থাকা খন্দকার মোস্তাকদের বংশধর।

সম্মেলনের অর্থ শুদ্ধি অভিযান। এই শুদ্ধি অভিযানে আওয়ামী লীগ থেকে বিতাড়িত করার আহবান জানান।

- Advertisement -

আরও সাম্প্রতিক খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর