অনলাইন ডেস্ক: এ দেশের মাটি ও মানুষের দল আওয়ামী লীগ প্রতিবার ভোটের মাধ্যমে ক্ষমতায় এসেছে, কখনো পেছনের দরজা দিয়ে ক্ষমতায় আসেনি। আওয়ামী লীগ ক্ষমতায় আসে বলেই দেশ সব দিক থেকে এগিয়ে যাচ্ছে, উন্নয়ন হচ্ছে-দেশের এই উন্নয়নের ধারাটা অব্যাহত রাখতে হবে।
সারা দেশে সংগঠনকে শক্তিশালী করে গড়ে তুলে দলের কেন্দ্রীয় সম্মেলন ও আগামী নির্বাচনের প্রস্তুতি গ্রহণের পাশাপাশি বিএনপি-জামায়াত জোটের অতীতের সব অপকর্ম দেশবাসীর সামনে তুলে ধরার জন্য দলের নেতাকর্মীদের প্রতি নির্দেশ দেন তিনি।
প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা বিএনপিকে উদ্দেশ্য করে বলেছেন, তারা আওয়ামী লীগ সরকারকে উত্খাত করতে চায়, কিন্তু আমাদের অপরাধটা কী? কোথায় ব্যর্থ হয়েছি?
সংবিধান লঙ্ঘন করে অবৈধভাবে ক্ষমতা দখলকারী জিয়াউর রহমানই নির্বাচনে প্রহসন ও ভোট কারচুপির কালচার শুরু করেছিল অভিযোগ করে প্রধানমন্ত্রী বলেন, ‘আওয়ামী লীগ কখনো ভোটে পেছনে ছিল না। ভোটপ্রাপ্তির পারসেন্টেজও বেশি ছিল।
কিন্তু নানা ষড়যন্ত্র করে আওয়ামী লীগকে ভোটে পিছিয়ে রাখা হয়েছে। তবে এই ষড়যন্ত্রের মধ্যেও আওয়ামী লীগ এগিয়েছে। তিনি বলেন, জিয়াউর রহমান-এইচ এম এরশাদ-খালেদা জিয়ারা সবাই ক্ষমতায় থাকতে মানুষকে হত্যা করেছে, অর্থ-সম্পদ লুট করেছে, আন্দোলনের নামে খালেদা জিয়ারা শত শত জীবন্ত মানুষকে পুড়িয়ে হত্যা করেছে।’