অনলাইন ডেস্ক: ২০২৩ সালের এসএসসি ও দাখিল পরীক্ষার আয়োজন করা হবে ২০২২ সালের এসএসসি ও সমমান পরীক্ষার সংক্ষিপ্ত সিলেবাস অনুযায়ী।
আর ২০২৩ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা ২০২২ সালের এইচএসসি পরীক্ষার্থীদের জন্য ঘোষিত ১৮০ দিনের সিলেবাসে অনুষ্ঠিত হবে।
মঙ্গলবার (১২ এপ্রিল) শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
চলতি বছর অর্থাৎ ২০২২ সালের সংক্ষিপ্ত সিলেবাস অনুসারে আগামী বছর অর্থাৎ ২০২৩ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
মন্ত্রী আরও জানান, ২০২৩ খ্রিষ্টাব্দের এসএসসি পরীক্ষা এপ্রিলে আর এইচএসসি পরীক্ষা জুন মাসে অনুষ্ঠিত হবে।