অনলাইন ডেস্ক: বাংলাদেশ জাতীয় সংসদের চিফ হুইপ ও মাদারীপুর-১ (শিবচর) আসনের সংসদ সদস্য নূর-ই-আলম চৌধুরী লিটন বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার কারণে আজকে শিবচরে স্বাস্থ্যসেবার ক্ষেত্রে ব্যাপক পরিবর্তন এসেছে।
ইতোমধ্যেই আমরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১শ বেডে উন্নীত করে কাজ শুরু করেছি। আমরা এখানে ৩টি মা ও শিশু কল্যাণ কেন্দ্রের কাজ শেষ করেছি। আরেকটির কাজ শুরু করবো।
চিফ হুইপ তার বক্তব্যে আরও বলেন, শিবচরে ট্রমা হাসপাতাল অল্পদিনের মধ্যেই উদ্বোধন করবো। আরেকটি জেনারেল হাসপাতাল আমাদের অনুমোদন হয়েছে। এখানে আইএইচটি প্রকল্প অনুমোদন হয়েছে।
যেটা অল্প সময়ের মধ্যে কাজ শেষ করে উদ্বোধন করা হবে। পদ্মাসেতু বাস্তবায়নের সাথে সাথেই পদ্মাপাড়ে আধুনিক স্বাস্থ্য ও শিক্ষানগরী গড়ে তোলা হচ্ছে।
এ এলাকায় একটি ম্যাটসের অনুমোদন হয়েছে, সেটার জন্য আমরা জমি অধিগ্রহণ করছি। নার্সিং ইনস্টিটিউটের কাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে।