লক্ষ্মীপুর প্রতিনিধিঃ লক্ষ্মীপুর জেলার রায়পুরে ১২ বছরের এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে মোঃ মিজান (৪৪) নামে এক অটোচালকে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার (১৩ মার্চ) দুপুর ১টার সময় তাকে আদালতে পাঠানো হয়েছে। এর আগে শনিবার রাতে (১২ মার্চ) পৌর শহরের জনতাবাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
মিজান রায়পুরের সোনাপুর ইউপির সিকদার রাস্তার মাথার গাবগাছওয়ালা এলাকার মৃত হাসানের ছেলর ছেলে ও তিন সন্তানের জনক।
থানা পুলিশ জানায়, শনিবার সন্ধায় শিশুটি তার মামার সাথে জনতাবাজারে বাজার করতে আসে। বাজার শেষে মিজানের অটোতে করে বাড়ি যাওয়ার পথে নির্জন স্থানে নিয়ে পায়পথ দিয়ে জোরপূর্বক ওই শিশুকে ধর্ষণের চেষ্টা চালায়।
এ ঘটনায় ওই রাতে আহত শিশুর মা বাদী হয়ে অটোচালক মিজানকে অভিযুক্ত করে রায়পুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেছেন।
রায়পুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিপন বড়ুয়া জানান, শিশু ধর্ষণের চেষ্টার ঘটনায় থানায় মামলা হয়েছে। অভিযান চালিয়ে মামলার আসামিকে গ্রেফতার করে রোববার দুপুরে তাকে আদালতে এবং শিশুকে ডাক্তারি পরিক্ষার জন্য সদর হাসপাতাল পাঠানো হয়েছে।