অনলাইন ডেস্ক: ইউক্রেনীয় নাগরিকদের গণহত্যার নিন্দা জানিয়ে একটি খোলা চিঠি দিয়েছেন দেশটির ফার্স্ট লেডি ওলেনা জেলেনস্কি। সেটিতে রাশিয়ান আগ্রাসনকে ভয়াবহ বাস্তবতা বলে উল্লেখ করেছেন তিনি। খবর প্রকাশ করেছে বিবিসি।
প্রতিবেদনে বলা হয়েছে, চিঠিতে ওলেনা জেলেনস্কি লিখেছেন, ‘রাশিয়ান আগ্রাসন যে ঘটবে তা বিশ্বাস করা অসম্ভব ছিল। এখন এটি লক্ষ লক্ষ মানুষ, বিশেষ করে শিশুদের জন্য এক ভয়াবহ বাস্তবতা তৈরি করেছে।’
একই সঙ্গে তিনি ইউক্রেনের জনগণকে তাদের প্রতিরোধেরও জন্যও স্বাগত জানান। ইউক্রেনের ফার্স্ট লেডি বলেন, ‘আগ্রাসী পুতিন ভেবেছিলেন, তিনি ইউক্রেনের ওপর অভিযান চালাবেন।
কিন্তু তিনি আমাদের দেশ, জনগণ এবং তাদের দেশপ্রেমকে বুঝতে ভুল করেছেন। যদিও ক্রেমলিনের প্রচারকারীরা বড়াই করে যে, ইউক্রেনীয়রা তাদের রক্ষাকর্তা হিসেবে মেনে নিয়ে ফুল দিয়ে স্বাগত জানাবে। কিন্তু তাদের এখন এড়িয়ে যাওয়া হয়েছে।’
চিঠিতে ইউক্রেনের প্রতি আন্তর্জাতিক সমর্থন এবং ত্রাণ সহায়তার জন্য সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন ওলেনা জেলেনস্কি। একই সঙ্গে বৈশ্বিক মিডিয়া এবং বাকি বিশ্বকে ইউক্রেনে যা ঘটছে তা দেখানো চালিয়ে যেতে এবং সত্য দেখানোর জন্য আহ্বান জানিয়েছেন।