27 C
Dhaka
Friday, November 22, 2024

নির্বাচন কমিশনের অধীনে একটি অবাধ সুষ্ঠু-অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠিত হবে: নাছিম

চাকুরির খবর

বিডিনিউজ ডেস্ক: রাষ্ট্রপতি যে নির্বাচন কমিশন গঠন করেছেন তার ওপর আওয়ামী লীগের শতভাগ আস্থা আছে বলে জানিয়েছেন দলটির যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দীন নাছিম।

শনিবার (২৬ ফেব্রুয়ারি) প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনারদের নাম প্রকাশ করে গেজেট প্রকাশিত হলে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় গণমাধ্যমকে এমন কথা জানান তিনি।

বাহাউদ্দীন নাছিম বলেন, আইন মেনে মহামান্য রাষ্ট্রপতি যে নির্বাচন কমিশন গঠন করেছেন তার ওপর শতভাগ আস্থা আছে আমাদের।

গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচনের কোনো বিকল্প নেই। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, এই নির্বাচন কমিশনের অধীনে একটি অবাধ সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠিত হবে।

সাবেক জ্যেষ্ঠ সচিব কাজী হাবিবুল আউয়ালকে প্রধান নির্বাচন কমিশনার করে শনিবার গেজেট প্রকাশিত হয়েছে। অপর ৪ নির্বাচন কমিশনার করা হয়েছে অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ বেগম রাশিদা সুলতানা, অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আহসান হাবীব খান এবং সাবেক জ্যেষ্ঠ সচিব মো. আলমগীর ও আনিছুর রহমানকে।

রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ আগামী ৫ বছরের জন্য প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনার পদে তাদের নিয়োগ দিয়েছেন।

প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পাওয়া কাজী হাবিবুল আউয়াল সর্বশেষ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিব ছিলেন।

- Advertisement -

আরও সাম্প্রতিক খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর