25 C
Dhaka
Friday, November 22, 2024

আসিফ নাইমুর রশিদকে গ্রামীণফোনের চিফ বিজনেস অফিসার হিসেবে নিয়োগ

চাকুরির খবর

বিডিনিউজ ডেস্ক: দেশের সবচেয়ে বড় মোবাইল ফোন অপারেটর গ্রামীণফোন আসিফ নাইমুর রশিদকে চিফ বিজনেস অফিসার (সিবিও) হিসেবে নিয়োগ দিয়েছে। তিনি বর্তমান সিবিও কাজী মাহবুব হাসানের স্থলাভিষিক্ত হবেন।

আগামী ১৬ এপ্রিল থেকে এই নিয়োগ কার্যকর হবে বলে বুধবার (১৬ ফেব্রুয়ারি) বিজ্ঞপ্তির মাধ্যমে গণমাধ্যমকে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

রবি আজিয়াটা লিমিটেডের চিফ ইনফরমেশন অফিসার হিসেবে কাজ করেছেন। তিনি টেলিনর গ্রুপের আইসিটি, ডিজিটাল ট্রান্সফরমেশন লিডার হিসেবে পরিচিত।

২০০৬ থেকে ২০১৪ সাল পর্যন্ত গ্রামীণফোন, টেলিনর মিয়ানমার, টেলিনর এএসএ এবং সিমেন্সে বিভিন্ন পদে নেতৃত্ব দিয়েছেন আসিফ নাইমুর রশিদ।

নতুন সিবিওকে স্বাগত জানিয়ে গ্রামীণফোনের সিইও (প্রধান নির্বাহী কর্মকর্তা) ইয়াসির আজমান বলেন, বৈচিত্র্যপূর্ণ ও চ্যালেঞ্জিং বিটুবি মার্কেটের নেতৃত্বে আমি আসিফকে স্বাগত জানাই।

তার অভিজ্ঞতা, দক্ষতা গতানুগতিক বিটুবি ব্যবসায়িক চিন্তাধারা পরির্বতন করে সল্যুশনকেন্দ্রিক বিটুবি স্থাপনে গ্রামীণফোনের সিবিও হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

তিনি বলেন, গ্রামীণফোন ম্যানেজমেন্টে আসিফের অন্তর্ভুক্তি পরিবর্তিত ব্যবসায়িক পরিবেশে টেকনো-কমার্শিয়াল সহযোগিতা আরও শক্তিশালী করবে।

আসিফ নাইমুর বলেন, এমন একটি গুরুত্বপূর্ণ পদে দায়িত্বভার নিতে পেরে আমি খুবই আনন্দিত এবং রোমাঞ্চিত। আমি বিশ্বাস করি, আমার দক্ষতা, দেশ বিদেশে আইটি, আইসিটি সল্যুশন, সিআরএমের অভিজ্ঞতা গ্রামীণফোনের গ্রাহক ও শেয়ারহোল্ডারদের ভ্যালু তৈরিতে সহায়ক হবে। আমার মনে হচ্ছে, আমি আবার ঘরে ফিরে এসেছি এবং আবারও একটি উইনিং টিমে যোগ দিচ্ছি।

আসিফ ক্যালিফোর্নিয়া সাউদার্ন ইউনিভার্সিটি ইউএসএ থেকে ডিবিএ, কানাডার রয়েল রোডস ইউনিভার্সিটি, বিসি থেকে এমবিএ (এক্সিকিউটিভ ম্যানেজমেন্ট), ইউনিভার্সিটি অব টেকনোলজি সিডনি থেকে মাস্টার্স অব ইঞ্জিনিয়ারিং, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ব্যাচেলর অব অ্যাপ্লাইড ফিজিকস এবং ইলেকট্রনিকসে পড়াশোনা করেছেন।

- Advertisement -

আরও সাম্প্রতিক খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর