বিডিনিউজ ডেস্ক: মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাকে ন্যাশনাল হার্ট ইনস্টিটিউটের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) রাখা হয়েছে।
শনিবার মাহাথিরের এক মুখপাত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, মাহাথির মোহাম্মদকে ফের ভর্তি করার পর ন্যাশনাল হার্ট ইনস্টিটিউটে গণমাধ্যমকর্মীদের ভিড় বেড়েছে।
সাবেক প্রধানমন্ত্রীর কমিউনিকেশন টিম জানিয়েছে, শিগগিরই একটি বিবৃতি দেওয়া হবে। তবে এর বেশি বিস্তারিত কিছু জানাতে তারা অস্বীকৃতি জানিয়েছে।
এর আগে ৭ জানুয়ারি হাসপাতালে ভর্তি হন ৯৬ বছর বয়সী এই রাজনীতিক। চিকিৎসা শেষে ১৩ জানুয়ারি হাসপাতাল থেকে ছাড়া পেয়েছিলেন তিনি।