শাহান আরা মিশি
আকাশের বিশালতা আমাকে আলিঙ্গন করেছে। করেছে আরও মহিমান্বিত। তাতে হইনি আনন্দিত হয়েছি আতঙ্কিত। আমি নিঃস্ব। এ মহান বিশালতাকে আ্ঁকড়ে রাখার ক্ষমতা আমার আছে কিনা জানিনা। আমার অভ্যন্তরীন অস্তিত্বই আমি। আমার চেতনার প্রসারতা আমার অন্তরাত্মার মধ্যেই সীমাবদ্ধ। তা দৃশ্যায়নে ব্যর্থ হয়েছি একটি গন্ডিবদ্ধ সমাজে। আমার আমিত্বকে সম্মান করে নিজেই দিয়েছি সম্মানিত স্বীকৃতি। (লেখিকার পরিচয় : সুসাহিত্যিক ডাক্তার লুৎফর রহমানের নাতনি)