দিনাজপুর প্রতিনিধিঃ র্যাব ১৩, সিপিসি-১, দিনাজপুর এর অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য গাঁজা সহ ২ জন মাদক কারবারিকে আটক করা হয়েছে।
র্যাব-১৩ দিনাজপুর ক্যাম্প সুত্র বিডিনিউজ গ্লোবাল কে জানায়, র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠাকালীন থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে।
র্যাব নিয়মিত অস্ত্রধারী সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, মাদক, ছিনতাইকারী, ডাকাতসহ নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠনের বিরুদ্ধে ব্যাপক অভিযান চালিয়ে আসছে।
এরই ধারাবাহিকতায় র্যাব-১৩, ক্রাইম প্রিভেনশন কোম্পানী-১, দিনাজপুর এর একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (৮ জানুয়ারি) সকালে দিনাজপুর জেলার কোতয়ালী থানাধীন মির্জাপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় অভিযান পরিচালনা করে তাদেরকে আটক করা হয়।
এসময়, তাদের কাছ থেকে ১০ কেজি মাদক দ্রব্য গাঁজা উদ্ধার করা হয় এবং মাদক পরিবহনে ব্যবহৃত একটি অটোবাইক জব্দ করা হয়।
আটককৃতরা হলেন, কুমিল্লা জেলার বামনদোলা থানার চানদোলা এলাকার হুমায়ূন কবির খান এর ছেলে মোঃ ইমরান খান (২৮) এবং দিনাজপুর জেলার কোতোয়ালি থানার ওমরপাইল এলাকার আকবর আলী এর ছেলেমোঃ নুর জামাল (৩৫)।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে, গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা বেশ কিছু দিন যাবৎ মাদক ব্যবসার সাথে সম্পৃক্ততার কথা স্বীকার করেছে।
আটককৃতদের বিরুদ্ধে কোতয়ালী থানায় র্যাব বাদী হয়ে একটি মাদকদ্রব্য আইনে মামলা দায়ের পূর্বক আসামীদেরকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে বিডিনিউজ গ্লোবাল কে নিশ্চিত করেছেন র্যাব ১৩ দিনাজপুর এর সহকারী পরিচালক (মিডিয়া) ফ্লাইট লেফটেন্যান্ট মাহমুদ বশির আহমেদ।