22 C
Dhaka
Tuesday, April 29, 2025

মিয়ানমার হত্যাযজ্ঞের নিন্দা জানিয়েছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ

চাকুরির খবর

মিয়ানমার হত্যাযজ্ঞের নিন্দা জানিয়েছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ

জাতিসংঘ নিরাপত্তা পরিষদ গত সপ্তাহে মিয়ানমারে ৩০ জনেরও বেশি মানুষকে হত্যার ঘঁনার কঠোর নিন্দা জানিয়েছে। এদেও মধ্যে সেভ দ্যা চিলড্রেনের দুই স্টাফ রয়েছেন। এ হত্যাযজ্ঞের ঘঁনায় জান্তা সৈন্যদের দায়ী করা হয়। খবর এএফপি’র।

দেশটির পূর্বাঞ্চলীয় কায়াহ রাজ্যে বড় দিনের প্রাক্কালে তাদেও হত্যা করা হয়। সেখানে গণতন্ত্রপন্থী বিদ্রোহীরা সামরিক বাহিনীর বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছে। সামরিক বাহিনী গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রশাসনের হাত থেকে গত ফেব্রুয়ারিতে ক্ষমতা দখল করে।

বুধবার বিকেলে দেয়া এক বিবৃতিতে নিরাপত্তা পরিষদেও সদস্যরা এ হত্যাকান্ডের জবাবদিহি  নিশ্চিত করার  প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।

তারা সকল সহিংতার দ্রুত অবসানের আহ্বান জানান এবং মানবাধিকারের প্রতি সম্মান জানানো এবং বেসামরিক নাগরিকদেও নিরাপত্তা নিশ্চিত করার গুরুত্বেও ব্যাপারে জোর দেন।

বিবৃতিতে বলা হয়, সেখানে জান্তা সৈন্যদেও হামলায় ‘কমপক্ষে ৩৫ জন’ নিহত হন। এদেও মধ্যে চার শিশু ও সেভ দ্যা চিলড্রেন দাতব্য সংস্থার দুই স্টাফ রয়েছেন।

বাসস

- Advertisement -

আরও সাম্প্রতিক খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর